Pakistan Caretaker PM : পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আজমত সইদের নাম দিল ইমরান খানের দল
রবিবার নাটকীয় পরিস্থিতির মধ্যে ইমরানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সংবাধিন বিরোধী বলে বাতিল করে দেন তাঁর অনুরাগী হিসেবে পরিচিত ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
Pakistan Political Crisis : পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর (Pakistan Caretaker PM) জন্য বিচারপতি আর আজমত সইদের (Azmat Saeed, Pakistan SC Judge) নাম প্রস্তাব করল ইমরান খানের দল। নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণাকারী পানামা বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি আজমত সইদ। সইদ ১৯৯৭ সালে নওয়াজ শরিফ কর্তৃক প্রতিষ্ঠিত এহতাসাব ব্যুরোর বিশেষ প্রসিকিউটর হিসাবেও কাজ করেছিলেন।
পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদের অধীনে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকতে পারেন, তবে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।
রবিবার নাটকীয় পরিস্থিতির মধ্যে ইমরানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সংবাধিন বিরোধী বলে বাতিল করে দেন তাঁর অনুরাগী হিসেবে পরিচিত ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রেসিডেন্ট ইমরান খান। সে দেশে ফের সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ১৫ দিন তদারকি সরকারের প্রধান থাকবেন ইমরানই।
আরও পড়ুন :
শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে মুখ খুললেন সাঙ্গাকারা, জয়বর্ধনেশ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে মুখ খুললেন সাঙ্গাকারা, জয়বর্ধনে
পিএমএলএন, পিপিপি-র মতো বিরোধী দলগুলির দাবি, আস্থা ভোটে হার নিশ্চিত বুঝে দেশে অকাল ভোটের দরজা খুলে দিলেন ইমরান। অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার বিরোধিতায় রবিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সূত্রের খবর, সোমবার পর্যন্ত মামলার শুনানি স্থগিতে রেখেছে পাক সুপ্রিম কোর্ট। ফলে পাকিস্তানে অচলাবস্থা ঘিরে সব নজর এখন সে দেশের সুপ্রিম কোর্টের দিকেই।
#WATCH | Islamabad: "Imran Khan will save Pakistan...Whoever is America's friend is a traitor," sloganeering underway outside Pakistan Parliament after the National Assembly of Pakistan was dissolved, this afternoon pic.twitter.com/eHnWNuwqEm
— ANI (@ANI) April 3, 2022