(Source: ECI/ABP News/ABP Majha)
লকডাউন কেড়ে নিয়েছে আয়, রুশ শ্যেফদের নগ্ন-প্রতিবাদ ঘিরে আলোড়ন
প্রতিবাদীরা দাবি তুলছেন, এবার গ্রাহকদের সেবা করার সুযোগটা তাঁদের জন্য উন্মুক্ত করা হোক
মস্কো: শরীর বিবস্ত্র। মুখ ঢাকা মাস্কে। এই অবস্থায় কোনওমতে প্লেট, কাপ, সসপ্যান, বোতল, বসার আসন ও ন্যাপকিন হোল্ডার দিয়ে শরীর ঢেকে প্রতিবাদ। রাশিয়ার শ্যেফ থেকে শুরু হোটেল ও রেস্তোরাঁ কর্মীদের এহেন অভিনব অভিযান ইন্টারনেটে ঝড় তুলেছে।
করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা কিছুটা থিতু হতেই রাশিয়ায় ধীরে ধীরে নিযেধাজ্ঞা শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমতাবস্থায়, প্রতিবাদীরা দাবি তুলছেন, এবার গ্রাহকদের সেবা করার সুযোগটা তাঁদের জন্য উন্মুক্ত করা হোক।
কাজানের একটি রেস্তোরাঁর প্রায় ২০ জন এই প্রতিবাদ অভিযান অংশ নেন। তাঁদের একজন বলেন, আমরা নগ্ন কারণ আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রসঙ্গত, দুমাস লকডাউন থাকার পর আগামীকাল থেকে খুলছে কাজান শহরের রেস্তোরাঁ।
আবার নভোসিবির্স্ক শহরের প্রতিবাদীদের দাবি, তাঁরা স্ট্রিপ-শো করতে নামেননি। কাউকে বোকা বানাতেও নয়। বলেন, আমরা একটা জিনিসই চাই-- স্রেফ কাজ করতে। তাঁদের দাবি, সংক্রমণের সম্ভাবনার দিক দিয়ে সুপারমার্কেট, শপিং মল, সেলুন বা গণপরিবহণের তুলনায় রেস্তোরাঁ অনেকটাই কম বিপজ্জনক।
এই শহরের প্রশাসন আবার রেস্তোরাঁর খোলায় অনুমতি দেয়নি।