Russia-Ukraine Tussle: 'ভ্লাদিমির থামুন ! সপ্তাহে ৫ হাজার জওয়ান মারা যাচ্ছেন', ট্রাম্পের পোস্টের পরেই ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ-বিরতি ঘোষণা রাশিয়ার
Vladimir Putin : রাশিয়ার বিজয় দিবস ৯ মে থেকেই তা কার্যকর হবে। প্রসঙ্গত, এই ৯ মে-কেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হিসাবে ধরা হয়।

মস্কো : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশাল মিডিয়া পোস্টের দিন কয়েকের মধ্যেই ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ-বিরতি ঘোষণা রাশিয়ার। তিন দিনের সংঘর্ষ-বিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। "মানবিকতার কারণে" আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে না যুদ্ধ, এমনই ঘোষণা করা হয়েছে। তবে রাশিয়ার তরফে এও বলা হয়েছে, ইউক্রেনও সংঘর্ষ-বিরতি মেনে চলবে বলে আশা করছে ক্রেমলিন। কিন্তু, এর লঙ্ঘন হলে পাল্টা জবাব দিতে পিছপা হবে না রাশিয়া।
ক্রেমলিনের তরফে বলা হয়, "রাশিয়া বিশ্বাস করে যে ইউক্রেনও এই উদাহরণ অনুসরণ করবে। ইউক্রেনীয় পক্ষের তরফে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে, রাশিয়ান সশস্ত্র বাহিনী পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে।"
দিনকয়েক আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, কিভে (ইউক্রেনের রাজধানী) রাশিয়ার হামলা নিয়ে আমি খুশি নই। এটা প্রয়োজন ছিল না, খুব খারাপ সময়ে এটা করা হয়েছে। ভ্লাদিমির থামুন ! সপ্তাহে ৫ হাজার জওয়ান মারা যাচ্ছেন।"
এই পরিস্থিতিতে সংঘর্ষ-বিরতি ঘোষণা করল রাশিয়া। রাশিয়ার বিজয় দিবস ৯ মে থেকেই তা কার্যকর হবে। প্রসঙ্গত, এই ৯ মে-কেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হিসাবে ধরা হয়।
ইউক্রেনের জনবসতিপূর্ণ এলাকায় রাশিয়া বোমা ফেলা জারি রাখায় তিনি "খুবই হতাশ" বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা করে রাশিয়া ফের ট্রাম্পের সমর্থন ফিরে পেতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ট্রাম্প আরও বলেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য ক্রিমিয়া ছেড়ে দিতে প্রস্তুত।
এদিকে, অপর একটি সূত্র থেকে খবর, উত্তর কোরিয়া এ বিষয়ে নিশ্চিত করেছে যে তাদের বাহিনী পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করছিল। এই প্রথমবার তারা একথা জানাল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আরও যোগ করেছেন যে, এই মোতায়েনের অর্থ "ইউক্রেনীয় নব্য-নাৎসি দখলদারদের নির্মূল এবং নিশ্চিহ্ন করা এবং কুর্স্ক এলাকা মুক্ত করা।"
তবে, এই প্রথম রাশিয়া সংঘর্ষ বিরতি ঘোষণা করল না। এর আগে ২০২৫ সালের এপ্রিলে, পুতিন একতরফা ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন যা মাত্র ৩০ ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং ইউক্রেন এই যুদ্ধবিরতি নিয়ে সন্দিহান ছিল। কারণ, উভয় পক্ষ থেকেই লড়াই এবং লঙ্ঘনের খবর পাওয়া যাচ্ছিল। যদিও এবার আগাম সংঘর্ষ-বিরতির কথা জানানো হল।






















