Sangit Sanchari: 'গাঁটছড়া'-য় অভিনয় ছেড়েছেন, পাহাড়ের কোলে সঙ্গীতের সঙ্গে ছুটিযাপনে সঞ্চারী
কখনও পাহাড়ের কোলে, কখনও জঙ্গলের মধ্যে প্রেমে মজেছেন সঙ্গীত সঞ্চারী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সঞ্চারী।
কলকাতা: কাজ থেকে সামান্য অবসর, আপাতত টেলি পাড়ার জুটি মজেছেন জঙ্গলে আর পাহাড়ে। আপাতত সিকিম আর ডুয়ার্সে ছুটি কাটাচ্ছেন সঙ্গীত তিওয়ারি (Sangit Tiwari) আর সঞ্চারী মন্ডল (Sanchari Mondal)। 'ইসমার্ট জোড়ি' ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সঙ্গীত। অন্যদিকে 'গাঁটছড়া' ধারাবাহিক থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন সঞ্চারী। পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছেন দুজনেই।
কখনও পাহাড়ের কোলে, কখনও জঙ্গলের মধ্যে প্রেমে মজেছেন সঙ্গীত সঞ্চারী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সঞ্চারী। ঘুরতে যাওয়ার আগে নাকি পরিকল্পনা হয় সঙ্গীত আর সঞ্চারীর মধ্যে। সঞ্চারীর পাহাড় প্রিয় তাই প্রথম ৪ দিন পাহাড়ে কাটিয়েছেন তাঁরা। সঙ্গীতের পছন্দ জঙ্গল। তাই পাহাড়ে ছুটি কাটিয়ে তাঁদের ডেস্টিনেশন জঙ্গল।
আরও পড়ুন: মেয়ে লিয়ানার সঙ্গে প্রথম নাচ, আদুরে ভিডিও পোস্ট করলেন গুরমিত
'গাঁটছড়া' থেকে বিরতি নেওয়ার কারণ অবশ্য জানাননি সঞ্চারী। তবে সঙ্গীতের পরিচালিত 'ইসমার্ট জোড়ি' জোরকদমে চলছে। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এই ধারাবাহিক। শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জিৎ।
সদ্য বিবাহবার্ষিকী কাটাতে সমুদ্রতটে উড়ে গিয়েছিলেন সঙ্গীত-সঞ্চারী। দুজনেই রূপোলি পর্দার মানুষ, কাজেই সারা বছর হাজার ব্যস্ততা থাকে। সব পেরিয়েই নিজেদের জন্য সময় বের করে নেন এই জুটি। বিবাহবার্ষিকীর আগে পুরীতে পৌঁছে গিয়েছিলেন সঞ্চারী সঙ্গীত। রাত ১২টায় কেকে ছুরি চালালেন দুজনেই। তারপর সকাল হতে জগন্নাথ দেবের দর্শন করে দিন শুরু করেছিলেন।
এরপর বিবাহবার্ষিকীর সকালে জগন্নাথ দর্শন করতে যাওয়ার সময়েও পোশাকে রঙমিলান্তি দেখা গিয়েছিল দুজনের। সঞ্চারী-সঙ্গীতের গোলাপি প্রেম জমজমাট। বিবাহবার্ষিকীর সকালে সোশ্য়াল মিডিয়ায় 'সংসারের জন্মদিন'-এ আদুরে পোস্ট করেছিলেন সঙ্গীত। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতের লেখা প্রসংশা কুড়িয়েছে নেটিজেনদের।
এবিপি লাইভের সঙ্গে সঙ্গীতকে নিয়ে কথা বলতে গিয়ে সঞ্চারী একবার বলেছিলেন, 'আমি ছোট থেকে ভাবতাম, লেখকের প্রেমে পড়লে কারও কখনও মৃত্যু হয় না। সঙ্গীত দুর্দান্ত লেখে। সালসা করতে গেলে সঙ্গীর ওপর নির্ভর করে শরীরটা ছেড়ে দিতে হয়। সঙ্গীত হল জীবনের সালসা করার সঙ্গী।'