এক্সপ্লোর
Advertisement
করোনায় আক্রান্ত হওয়ায় নিট দিতে না পারা পরীক্ষার্থীদের ফের সুযোগ সুপ্রিম কোর্টের, পরীক্ষা আগামীকাল, ফল ঘোষণা ১৬-ই
কোভিড-১৯ আক্রান্ত হওয়া এবং কন্টেনমেন্ট জোনে থাকার দরুন যাঁরা পরীক্ষা দিতে পারেননি, তাঁরা যাতে পরীক্ষায় বসতে পারেন, সেই জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)
নয়াদিল্লি: কোভিড-১৯ কন্টেনমেন্ট জোনে থাকার জন্য হোক বা করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার দরুণ যাঁরা নিট পরীক্ষা দিতে পারেননি, তাঁদের জন্য সুখবর নিয়ে এল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৪ অক্টোবর, ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।
প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন বেঞ্চ একইসঙ্গে জানিয়ে দেয়, ওই পরীক্ষা হওয়ার দুদিন পর, অর্থাৎ, ১৬ তারিখ ফল ঘোষণা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল ফল বের হওয়ার কথা ছিল। কিন্তু, শীর্ষ আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়।
প্রসঙ্গত, কোভিড-১৯ আক্রান্ত হওয়া এবং কন্টেনমেন্ট জোনে থাকার দরুন যাঁরা পরীক্ষা দিতে পারেননি, তাঁরা যাতে পরীক্ষায় বসতে পারেন, সেই জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সেই আবেদনে অনুমতি শীর্ষ আদালতের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement