Saradha Group : বিনিয়োগকারীদের টাকা উদ্ধার করাই লক্ষ্য়, সারদার ৬১টি সম্পত্তি নিলামে তুলবে SEBI
Auction of Properties : সারদার এই সম্পত্তি বিক্রিতে তাদের সাহায্য করার জন্য Quikr Realty-র সাহায্য নিতে চলেছে সেবি
নয়া দিল্লি : বেআইনি স্কিমে আমজনতার কাছ থেকে তোলা হয়েছে টাকা। তা নিয়ে কম জলঘোলা হয়নি এরাজ্যে। এবার সারদা গ্রুপে বিনিয়োগকারীদের সেই টাকা উদ্ধারের জন্য ময়দানে নামতে চলেছে SEBI। সংশ্লিষ্ট চিটফান্ড কোম্পানির ৬১টি সম্পত্তি নিলাম করবে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা। ২৬ কোটির বেশি টাকায় আগামী ১৭ জুলাই এই নিলাম প্রক্রিয়া পরিচালনা করা হবে।
Securities and Exchange Board of India (Sebi)-এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে সম্পত্তি নিলামে তোলা হবে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে সারদা গ্রুপের নামে থাকা জমি। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ই-অকশন পরিচালিত হবে নির্ধারিত দিনে। এই সম্পত্তিগুলির মোট সংরক্ষিত মূল্য ২৬.২২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে ৷
সারদার এই সম্পত্তি বিক্রিতে তাদের সাহায্য করার জন্য Quikr Realty-র সাহায্য নিতে চলেছে সেবি। এছাড়াও ই-অকশনের জোগানদাতা হিসাবে নিযুক্ত করা হয়েছে C1 India-কে।
গত বছর জুন মাসে কলকাতা হাই কোর্ট সেবিকে সারদা গ্রুপ অফ কোম্পানিজের সম্পত্তি নিলামের নির্দেশ দিয়েছিল। গোটা প্রক্রিয়াটা তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছিল। অভিযোগ, ২৩৯টি বেসরকারি সংস্থার কনসর্টিয়াম সারদা গ্রুপ পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশায় অনিয়ম করে চিটফান্ড চালাত। এই তিন রাজ্যে ১৭ লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে ৪ হাজার কোটি টাকা তোলা হয়েছিল। ২০১৩ সালের এপ্রিল মাসে অবশ্য মুখ থুবড়ে পড়ে সারদার উদ্যোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজার নিয়ন্ত্রক সংস্থা নিলাম অংশগ্রহণে ইচ্ছুকদের উদ্দেশে জানিয়েছে, তাঁদের নিজেদেরই উদ্যোগ নিয়ে যেসব সম্পত্তি নিলামে উঠছে তার দায়বদ্ধতা, আইনি বিষয়, সংযুক্তি এবং অধিগ্রহণ নিয়ে জানতে হবে। বলা হয়েছে, নিজেকে ই-অকশনে যোগ দিতে হবে ক্রেতাদের। তৃতীয় কারও মধ্যস্থতা করা যাবে না। অর্থাৎ কেউ সই-সম্বলিত এজেন্ট বা প্রতিনিধি হয়ে নিলামে যোগ দিতে পারবেন না। নিলামে যিনি সফলভাবে অংশ নেবেন তাঁকে সম্পত্তি-বাবদ চার্জ বা ফি নিজের নামে থাকা কোনও অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে। ক্রেতাকেই করের সমস্ত টাকা বহন করতে হবে। গত মার্চ মাসে বাজার নিয়ন্ত্রক সংস্থা জনিয়েছিল, ১১ এপ্রিল সারদা গ্রুপের ৬৬টি সম্পত্তির তারা নিলাম করবে। যার রিজার্ভ প্রাইস থাকবে ৩২ কোটি টাকা।
আরও পড়ুন ; আদানি-তদন্তে আরও ছ’মাস সময় চায় SEBI, শিল্পপতিকে রক্ষার চেষ্টা, অভিযোগ বিরোধীদের