(Source: ECI/ABP News/ABP Majha)
Security Breach Lok Sabha Live Updates: সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের প্রবেশ নিষেধ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
Lok Sabha Security Breach Live: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন।
LIVE
Background
নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের নিরাপত্তা লঙ্ঘন। অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি। লাফিয়ে চেম্বারে এসে পড়লেন। সাংসদদের ডেস্ক টপকে এসে পড়লেন একেবারে মধ্যিখানে। তাঁর হাতে ফ্লুরোসেন্ট গ্যাসের বোতল ছিল বলে জানা গিয়েছে। সেটি থেকে স্প্রে-ও করছিলেন তিনি। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন।
Lok Sabha Security Breach Live Updates: বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে
আজকের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ভিজিটর গ্যালারিতে কাচ বসানো হবে। যাতে আগামীদিনে কেউ লোকসভার চেম্বারে ঝাঁপ না মারতে পারেন। বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে।
Parliament Security Breach: সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের প্রবেশ নিষেধ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
এদিকে এই ঘটনার পর সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের যাওয়া যাবে না। নতুন করে ঢেলে সাজানো হবে নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যে রয়েছে- সাংসদ, স্টাফ ও প্রেসের জন্য পৃথক প্রবেশপথ। ভিজিটরদের যখন আবার নতুন করে প্রবেশাধিকার দেওয়া হবে, তখন তাঁদের চতুর্থ একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভিজিটরদের পাস দেওয়া সাসপেন্ড করা হয়েছে।
Om Birla: সংসদে তাণ্ডবের ঘটনা উদ্বেগজনক, বৃহস্পতির সকাল পর্যন্ত স্থগিত লোকসভা, জানালেন স্পিকার
আজকের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অত্যন্ত গুরুতর ঘটনাও বটে। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে, সেই মতো পদক্ষেপও করা হবে। সংসদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সংসদ স্থগিত: ওম বিড়লা, লোকসভার স্পিকার।
Parliament Security Breach: লোকসভায় তাণ্ডবে যুক্ত ছিলেন মোট ৬ জন, এখনও অধরা দুই, বলছেন তদন্তকারীরা
চার জন গ্রেফতার, এখনও অধরা দু'জন। সংসদভবনে তাণ্ডব চালানোয় যুক্ত মোট ছ'জন। তাঁদের খোঁজ চলছে, জানালেন তদন্তকারীরা।
Lok Sabha Security Breach Live Updates: উচ্চশিক্ষা সম্পন্ন করেও চাকরি হয়নি, কৃষক আন্দোলনেও শামিল হন নীলম, জানালেন ভাই
'দিল্লি গিয়েছে জানতামই না আমরা। হিসারে পড়াশোনা করছিল দিদি। দু'দিন আগেই দেখা করতে এসেছিল। গতকাল ফিরে যায়। BA, MA, BEd, MEd, CTET, MPhil, NET পাস করেও চাকরি হয়নি। বার বার চাকরির জন্য সরব হয়েছে। কৃষক আন্দোলনেও শামিল হয়', বললেন ধৃত নীলমের ভাই।