Security Breach Lok Sabha Live Updates: সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের প্রবেশ নিষেধ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
Lok Sabha Security Breach Live: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন।

Background
নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের নিরাপত্তা লঙ্ঘন। অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি। লাফিয়ে চেম্বারে এসে পড়লেন। সাংসদদের ডেস্ক টপকে এসে পড়লেন একেবারে মধ্যিখানে। তাঁর হাতে ফ্লুরোসেন্ট গ্যাসের বোতল ছিল বলে জানা গিয়েছে। সেটি থেকে স্প্রে-ও করছিলেন তিনি। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন।
Lok Sabha Security Breach Live Updates: বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে
আজকের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ভিজিটর গ্যালারিতে কাচ বসানো হবে। যাতে আগামীদিনে কেউ লোকসভার চেম্বারে ঝাঁপ না মারতে পারেন। বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে।
Parliament Security Breach: সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের প্রবেশ নিষেধ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
এদিকে এই ঘটনার পর সংসদ ভবন চত্বরে আপাতত ভিজিটরদের যাওয়া যাবে না। নতুন করে ঢেলে সাজানো হবে নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যে রয়েছে- সাংসদ, স্টাফ ও প্রেসের জন্য পৃথক প্রবেশপথ। ভিজিটরদের যখন আবার নতুন করে প্রবেশাধিকার দেওয়া হবে, তখন তাঁদের চতুর্থ একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভিজিটরদের পাস দেওয়া সাসপেন্ড করা হয়েছে।






















