এক্সপ্লোর
Advertisement
দেখা হবে অনেক উপরে, শেষবার বন্ধুকে বলেছিলেন সুশান্ত সিংহ রাজপুত
সংবাদ মাধ্য়মকে তিনি বলেছেন, কুশল জাভেরি ছিলেন আমাদের দুজনেরই বন্ধু। কুশলকেই সুশান্ত জানিয়েছিল দেখা করতে চায়। বলেছিল আমাদের একসঙ্গে কাটানো সোনালি দিনগুলি ফিরে পেতে চায়। কুশলের মাধ্যমে আমাকে ভালবাসা জানিয়েছিল।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে একটা বড় ক্ষতি। বন্ধুকে হারিয়ে এখনও শোকে মূহ্যমান। বন্ধু বিয়োগের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি। প্রয়াত অভিনেতা সম্পর্কে এমনটাই মত তাঁর এক সময়ের বন্ধু সিদ্ধার্থ গুপ্তর। টিভি প্রযোজক বিকাশ গুপ্তর ভাই সিদ্ধার্থ এক সময় সুশান্তের রুমমেট ছিলেন। সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের সঙ্গে কাটানো সময়ের নানা কাহিনী ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ।
সংবাদ মাধ্য়মকে তিনি বলেছেন, কুশল জাভেরি ছিলেন আমাদের দুজনেরই বন্ধু। কুশলকেই সুশান্ত জানিয়েছিল দেখা করতে চায়। বলেছিল আমাদের একসঙ্গে কাটানো সোনালি দিনগুলি ফিরে পেতে চায়। কুশলের মাধ্যমে আমাকে ভালবাসা জানিয়েছিল। আমার খুব কষ্ট হয়। ওঁর মৃত্যু আমাদের কাছে একটা বড় ক্ষতি। জীবনে প্রতিষ্ঠিত হতে ওঁর দেখানো পথ ধরেই এগোতে চাই। যাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলত।
তিনি আরও বলেন, সুশান্তের ফোন নম্বর আমাদের কাছে ছিল না। ওঁর মৃত্যু কয়েকদিন আগে কুশলই তা পেয়েছিল। কুশলকে আমি বলেছিলাম নিশ্চয়ই সুশান্তের কোনও সমস্যা হয়েছে। কুশলের মাধ্যমেই ওঁকে জানাই আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। আগে যেভাবে দিন কাটাতাম তেমনভাবেই কাটাব। ওঁর ব্যক্তিগত জীবনে ঢোকার কোনও উদ্দেশ্য় আমাদের ছিল না। আমাদের উদ্দেশ্য় ছিল ওঁর সমস্যা জানা এবং তা সমাধান করা। আক্ষেপের সুরে সিদ্ধার্থ বলেন, জীবনে কোনও কিছুই পরিবর্তন করা যায় না। আমরা একসঙ্গে ভাল ছিলাম। তাহলে হয়ত এমন কিছু ঘটত না। শেষবার যখন সুশান্তের বাড়ি থেকে চলে আসি তখন ও আমায় বলেছিল, আমরা এরপর অনেক উপরে দেখা করব।
উল্লেখ্য, গত ১৪ জুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। এই মৃত্যুর পর দীর্ঘ জলঘোলা হয়। কাঠগোড়ায় তোলা হয় অভিনেত্রী তথা অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। আসরে নামেন সুশান্তের দিদি, পরিবার সহ প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। এমনকি মাদক যোগে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement