এক্সপ্লোর
Advertisement
চিনে নতুন রোগের সংক্রমণ, মৃত ৭, অসুস্থ ৬০
এঁটুলি পোকার কামড় এই রোগের প্রধান কারণ।
বেজিং: ফের এক ছোঁয়াচে রোগের উপদ্রব, ভরকেন্দ্র সেই চিন। ৭ জনের এই রোগে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন ৬০ জন। আধিকারিকরা হুঁশিয়ারি দিচ্ছেন, মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ হতে পারে।
এই জীবাণুর নাম এসএফটিএস ভাইরাস। পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের ৩৭ জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। আনহুই প্রদেশেও সংক্রমিত হয়েছেন ২৩ জন। এই রোগের লক্ষণ জ্বর, কাশি, রক্তের প্লেটলেট কমে যাওয়া। আনহুই ও ঝেইজাং প্রদেশে অন্তত ৭ জন এতে প্রাণ হারিয়েছেন।
তবে জানা যাচ্ছে, এসএফটিএস ভাইরাস নতুন কোনও জীবাণু নয়, ২০১১ সালেই চিনা বিজ্ঞানীরা এর প্যাথোজেন আলাদা করতে সক্ষম হন। এটি বুনিয়াভাইরাস ক্যাটাগরির অন্তর্গত। ভাইরোলজিস্টদের বিশ্বাস, এঁটুলি পোকা থেকে এই রোগ মানব শরীরে ছড়িয়েছে, আর এবার মানুষ থেকে মানুষে সংক্রমণের আশঙ্কা করছেন তাঁরা। রক্ত বা শ্লেষ্মার মাধ্যমে রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
এঁটুলি পোকার কামড় এই রোগের প্রধান কারণ। তবে মানুষ যদি সাবধানে থাকেন তবে এই জীবাণু সংক্রমণ নিয়ে খুব বেশি আতঙ্কের কারণ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement