এক্সপ্লোর
শিনা বরা হত্যাকাণ্ড: 'প্রমাণ নেই', জামিন পেলেন পিটার মুখোপাধ্যায়, তবে এখন থাকতে হবে জেলেই!
২০১২ সালের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আগের পক্ষের মেয়ে ২৪ বছরের শিনা বরাকে। ২০১৫-তে ইন্দ্রাণীর গাড়ির ড্রাইভার অন্য একটি মামলায় গ্রেফতার হয়। সেই সময়ই প্রকাশ্যে আসে শিনা বরার খুনের ঘটনা।

মুম্বই: গ্রেফতার হওয়ার ৪ বছর পেরনোর পর উপযুক্ত তথ্যপ্রমাণ না পেয়ে শিনা বরা হত্যাকাণ্ডে জামিন দেওয়া হল প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়কে।
দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার পিটারের জামিনের আবেদনে সম্মতি দেয় বম্বে হাইকোর্ট। পিটারের জামিনের বিরুদ্ধে আগামী ৬ সপ্তাহের মধ্যে আপিল করতে পারবে সিবিআই। তাই এই সময় জেলেই থাকতে হবে তাঁকে।
বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন সামব্রে জানিয়েছেন, এই মামলায় অভিযুক্ত পিটারের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোনও প্রমাণ নেই।
২০১২ সালের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আগের পক্ষের মেয়ে ২৪ বছরের শিনা বরাকে। ২০১৫-তে ইন্দ্রাণীর গাড়ির ড্রাইভার অন্য একটি মামলায় গ্রেফতার হয়। সেই সময়ই প্রকাশ্যে আসে শিনা বরার খুনের ঘটনা। খুনের পর মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রায়গড়ের জঙ্গলে শিনার দেহ পুঁতে দেওয়া হয়। ২০১৫তেই ইন্দ্রাণী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব এবং ড্রাইভার শ্যামবরকে গ্রেফতার করে পুলিশ।
আদালতের নির্দেশ অনুসারে এই মুহূর্তে পিটার মেয়ে বিধি ও ছেলে রাহুলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
সিবিআই-এর দাবি, পিটার মুখোপাধ্যায় শিনা বরার খুনে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। হয়। সিবিআইয়ের দাবি ছিল, শিনা এবং পিটারের আগের পক্ষের ছেলে রাহুলের সম্পর্ক মেনে নিতে পারেননি পিটার এবং ইন্দ্রাণী।
ইন্দ্রাণী ও সঞ্জীব ২০১৫ সাল থেকে এখনও জেলেই। বারবার ইন্দ্রাণীর জামিনের আবেদনও মঞ্জুর হয়নি আদালতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
