Sheikh Hasina: আপাতত ভারতে, এরপর কোথায় যাবেন হাসিনা? নজরে এই দেশগুলো
Bangladesh Unrest: শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা। হাসিনার ছেলে লন্ডনে থাকেন

কলকাতা: প্রবল আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সোমবার সন্ধেয় ভারতে পৌঁছন তিনি, সঙ্গে ছিলেন বোন রেহানা। এখন বাংলাদেশের রাশ সেদেশের সেনার হাতে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তার মধ্যেও বাংলাদেশে হিংসা-অশান্তি অব্যাহত।
এই বাংলাদেশ গণভবন দখলের ছবি দেখেছে। মুজিবর রহমানের মূর্তি ভাঙার ঘটনাও দেখেছে। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বিগ্ন ভারত। পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবারই দিল্লিতে হয় সর্বদল বৈঠক। সূত্রের শবর, সেই বৈঠকে বিদেশমন্ত্রী জানান, আপাতত দিল্লিতে আছেন বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেন যাওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও তাঁকে সেই অনুমতি দেয়নি ব্রিটেন। আমেরিকাও তাঁর ভিসা বাতিল করেছে। এই পরিস্থিতিতে এখন ভারতে গোপন আস্তানায় থাকলেও, কী হবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য? ভারতেই থাকবেন, নাকি অন্য দেশে পাড়ি দেবেন?
কেন লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা?
সূত্রের খবর, ভারত থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনে যাওয়ার পরিকল্পনা ছিল হাসিনার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৭৯২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল ব্রিটেন। সূত্রের খবর, সেই কারণেই লন্ডনকে নিরাপদ গন্তব্য বলে মনে করেন হাসিনা। হাসিনা লন্ডন যেতে চান তার আরও একটি কারণ হল, তাঁর বোন রেহানার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য এবং অর্থ মন্ত্রকের অর্থনৈতিক সচিব। কিন্তু সংবাদ সংস্থার খবর অনুয়াযী, ব্রিটেনে যাওয়া নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আরও কিছুদিন হাসিনাকে ভারতে থাকতে হতে পারে।
কেন সমস্যা তৈরি হয়েছে
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, অভিবাসন বিধি অনুযায়ী, ব্রিটেনে কাউকে ব্যক্তিগতভাবে স্থায়ী বা অস্থায়ী আশ্রয় দেওয়ার অনুমতি নেই। সেখানকার নিয়ম অনুযায়ী, অন্য দেশ থেকে ব্রিটেন সফরে গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। ব্রিটেনে পৌঁছে তিনি কোনওভাবে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন না।
ব্রিটিশ সরকার হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করার পাশাপাশি, তাঁর ভিসা খারিজ করেছে আমেরিকা। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে অন্য কোনও দেশে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। সূত্রের খবর, পরিবারের কয়েকজন সদস্য ফিনল্যান্ডে থাকায় হাসিনা সেখানে যাওয়ার কথাও ভাবছেন। বিবেচনায় রয়েছে বেলারুশ, কাতার, সৌদি আরবও।
যদিও বাংলাদেশের দৈনিক 'প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী, হাসিনার ছেলে এক সাক্ষাৎকরে জানিয়েছেন -তাঁর মা অন্য কোনও দেশের কাছে আশ্রয় চাননি। আপাতত ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। শেখ হাসিনা ভাল আছেন। এখন দিল্লিতে আছেন। ভারত থেকে কোথায় যাবেন হাসিনা, সে নিয়ে এ পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
টানা ১৫ বছর প্রধানমন্ত্রী থাকার পর ছাত্র আন্দোলন আর গণরোষের মুখে পদ ছাড়তে হয়েছে তাঁকে। দেশও ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। এরই মধ্যে বাংলাদেশেই আওয়ামি লিগের তরফে শপথ নেওয়া হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। আপাতত কী হবে? যদি সেটা সম্ভবও হয় তাহলে ততদিন কোথায় থাকবেন শেখ হাসিনা? রয়েছে প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শনির সাড়েসাতির প্যাঁচে পড়বে এই রাশি! দুঃসহ ভোগান্তি, প্রবল অর্থভাব এড়াতে থাকুন সাবধানে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
