এক্সপ্লোর
Advertisement
পীযূষ গয়াল, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ট্যুইটে আপত্তি, রাহুল ক্ষমা চান, দাবি শিরডি ট্রাস্টের
নয়াদিল্লি: শিরডি ট্রাস্টের নিশানায় রাহুল গাঁধী। তাঁকে ক্ষমা চাইতে হবে, বলেছে তারা। শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্টের অভিমত, রাহুল এক ট্যুইটে তাদের ভক্তদের আবেগে ঘা দিয়েছেন।
কংগ্রেস সভাপতি এদিন ট্যুইটে রেলমন্ত্রী পীযূষ গয়াল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। গতকালই কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছিলেন, বেশ কিছু ঋণখেলাপী সংস্থায় প্রচুর টাকা বিনিয়োগ করেছেন রেলমন্ত্রী, তাঁর পরিবার। তাঁরা আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। অবিলম্বে রেলমন্ত্রী পদ ছাড়ুন।
রেলমন্ত্রী ও তাঁর পরিবারের বিনিয়োগ দিনদিন বাড়ছে বলে দাবি করা সংবাদপত্রের রিপোর্ট জুড়ে দিয়ে আজ কংগ্রেস সভাপতি ট্যুইট করেন, শিরডির মিরাক্যালেক কোনও সীমা-পরিসীমা নেই। PiyushGhotalaReturns" হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি।
শিরডি ট্রাস্টের দাবি, রাহুলের ট্যুইটে ইঙ্গিত করা হয়েছে, রেলমন্ত্রী, তাঁর স্ত্রীর মাথায় শিরডির আশীর্বাদ রয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান ডঃ সুরেশ হাওয়ারে ট্যুইটে দাবি করেন, রাহুলকে শিরডির ভক্তদের কাছে তাকে অসম্মানের জন্য ক্ষমা চাইতে হবে। লেখেন, রাহুলজি, রাজনৈতিক ফায়দা লুটতে শিরডির নাম টেনে আনা দুর্ভাগ্যজনক। গোটা দুনিয়ার সাঁইভক্তরা এতে মর্মাহত। সব সাঁইভক্তের পক্ষ থেকে আমরা এর নিন্দা করছি। আপনার ক্ষমা চাওয়া উচিত।
গতকাল পবন খেরা মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতার কথা বলেন, কিন্তু গয়ালের পারিবারিক ব্যবসায়িক বিনিয়োগ নিয়ে তিনি চুপ। সরকারি পদে থেকেও গয়াল সেইসব বিনিয়োগের কথা জনসমক্ষে প্রকাশ করেননি। খেরার অভিযোগ, গয়ালের স্ত্রী এমন একটি কোম্পানির মালিক যারা ১ লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করে ৩০ হাজার কোটি টাকা মুনাফা করেছে ১০ বছরে, যা 'জয় শাহ মডেলে' বিনিয়োগের মতোই যেখানে মোদী জমানায় তাঁর কোম্পানির টার্নওভার লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
খেরা শিরডি ইন্ডাস্ট্রিজ সহ ১১টি সংস্থার বিস্তারিত তথ্য দিয়ে বিস্তারিত তদন্ত চান। শিরডি ইন্ডাস্ট্রিজে গয়াল ও তাঁর স্ত্রী ডিরেক্টর ও সেখানে তাঁদের ব্যবসায়িক স্বার্থ আছে বলে অভিযোগ করেন তিনি।
বিজেপি অবশ্য এহেন অভিযোগ অস্বীকার করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement