এক্সপ্লোর
Advertisement
অর্থনৈতিক মন্দা নিয়ে মনমোহনের বক্তব্যকে সমর্থন, ভেবে দেখুক মোদী সরকার, বলল শিবসেনা
সাম্প্রতিককালে ভারতের অর্থনৈতিক মন্দা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বক্তব্যকে সমর্থন করলো বিজেপি মিত্র শিবসেনা। সেই সঙ্গে মোদি সরকারকে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করারও বার্তা দেন তাঁরা
নয়াদিল্লি: সাম্প্রতিককালে ভারতের অর্থনৈতিক মন্দা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বক্তব্যকে সমর্থন করল বিজেপি মিত্র শিবসেনা। সেই সঙ্গে মোদি সরকারকে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে বলেন তাঁরা।
একটি ভিডিওর বিবৃতিতে সম্প্রতি মনমোহন সিংহ বলেন, ‘ভারতীয় অর্থনীতির অবস্থা গভীর উদ্বেগজনক। মোদি সরকারের চূড়ান্ত অব্যবস্থাই এই মন্দার কারণ। সরকারের উচিত বিবেচনা বোধ খাটিয়ে প্রতিহিংসা ও দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে ভারতীয় অর্থনীতির উন্নতির প্রতি গভীরভাবে মনোনিবেশ করা। দেশবাসীকে এই মানবসৃষ্ট সংকট থেকে বের করে আনার জন্য আমি সরকারকে আবেদন করছি।’
মনমোহনের এই বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি। কিন্তু তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে শিবসেনার তরফে জানানো হয়, ‘দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।’ তারা আরও বলেছেন, ‘গত ৩৫ বছর ধরে ভারতীয় অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন মনমোহন সিংহ। তাঁর কথাকে অস্বীকার করা যায় না। মোদি সরকারের উচিত মনমোহনের এই বক্তব্যকে গুরুত্ব দেওয়া।’
দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের আর্থিক মন্দা নিয়ে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এদিন তা নিয়েও কটাক্ষ করেছে শিবসেনা। কারণ চলতি অর্থনৈতিক বছরেই আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ।
সম্প্রতি সরকারের অর্থনৈতিক মন্দা নিয়ে কটাক্ষ করেছেন পি চিদম্বরমও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement