মধ্যপ্রদেশে চিনা বাজি নিষিদ্ধ করলেন শিবরাজ সিংহ চৌহান
দীপাবলী আলোর উৎসব, মানুষ যেন স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে তাঁদের তৈরি জিনিস কেনেন বলে আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর।
ভোপাল: দীপাবলী আসন্ন। তার আগে রাজ্যে চিনা বাজি নিষিদ্ধ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষের জেরে দেশে অনেকে চিনা পণ্য বয়কট করছেন। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মধ্য় প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চিনা বাজি বিক্রি ও ব্যবহারের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ওই বৈঠকের পরেই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতর চিনা বাজি নিষিদ্ধ করে নির্দেশ জারি করে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান রাজ্যের মানুষকে স্থানীয়ভাবে তৈরি জিনিস কিনতে আবেদন জানিয়েছেন। দীপাবলী আলোর উৎসব, মানুষ যেন স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে তাঁদের তৈরি জিনিস কেনেন বলে আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর।
রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ রাজৌরা জানিয়েছেন, লাইসেন্স ছাড়া চিনা বা অন্য যে কোনও বিদেশি বাজি আমদানি করা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের কোনও লাইসেন্স ইস্যু করা হয়নি। ফলে চিনা বাজি সহ অন্য ধরনের বিদেশি বাজির মজুত, সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। বিস্ফোরক আইনের ধারায় বেআইনি বাজি মজুত, সরবরাহ, বিক্রি ও ব্যবহারের উপর ২ বছর পর্যন্ত শাস্তি হতে পারে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব।