এক্সপ্লোর
Advertisement
বিজেপির কি উচিত ছিল শিবসেনার গুণ্ডাদের আমায় ধর্ষণ, খুন করতে দেখা? সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা কঙ্গনা
শিবসেনা নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, বিজেপি কঙ্গনার পৃষ্ঠবল হিসেবে কাজ করছে। জবাবে কঙ্গনা এ কথা বলেছেন।
মুম্বই: বিজেপির কি শিবসেনার গুণ্ডাদের আমাকে ধর্ষণ, খুন করতে দেওয়া উচিত ছিল? সেনা-কঙ্গনা নতুন মাত্রা এনে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন কঙ্গনা রানাউত। শিবসেনা নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, বিজেপি কঙ্গনার পৃষ্ঠবল হিসেবে কাজ করছে। জবাবে কঙ্গনা এ কথা বলেছেন।
সেনা সাংসদ সঞ্জয় রাউত দলীয় মুখপত্র সামনায় যে সাপ্তাহিক প্রবন্ধ লেখেন, সেই রোখটোক-এ বিজেপিকে টার্গেট করে বলেন, কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। তারপরেও মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল যে তাঁকেই সমর্থন করে চলেছে তা দুর্ভাগ্যজনক। বিহারের রাজপুত আর ক্ষত্রিয় ভোট পেতে এটা ওরা করে চলেছে। জবাব টুইটারে দিয়েছেন কঙ্গনা। লিখেছেন, চমৎকার!! যে মাফিয়া আর ড্রাগ চক্র ফাঁস করেছে, বিজেপি তাকে সমর্থন করছে, এটা তো সত্যিই দুর্ভাগ্যজনক। তার থেকে বরঞ্চ বিজেপির উচিত ছিল, শিবসেনা গুণ্ডাদের আমার মাথা ভেঙে দিয়ে, ধর্ষণ করতে দেখা বা প্রকাশ্যে খুন করতে দেখা। তাই না সঞ্জয়জি? বিজেপির এত সাহস হয় কী করে, যে তারা মাফিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক তরুণীকে সমর্থন করে!!
কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন, বলেন, মুম্বই পুলিশকে তিনি মুভি মাফিয়াদের থেকে বেশি ভয় পান। তখন থেকে ক্ষমতাসীন শিবসেনা জোটের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়েছে। তাঁর অফিসও ভেঙে দিয়েছে শিবসেনা নেতৃত্বাধীন বৃহন্মুম্বই পুরসভা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement