Shraddha murder Case: ২২ ডিসেম্বর পর্যন্ত আফতাব পুনাওয়ালার জামিন আবেদনের শুনানি স্থগিত
Mehrauli Murder Case: শ্রদ্ধা ওয়াকার খুনে তোলপাড় গোটা দেশ। প্রথমে প্রেমিকাকে খুন করে তারপর তার দেহ ৩৫ টুকরো করে সে।
নয়াদিল্লি: লিভ-ইন পার্টনার (Live In Partner) শ্রদ্ধা ওয়াকার (Shraddha Murder Casee) হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Poonawala) শনিবার আদালতে জানিয়েছে যে ওকালতনামায় সে সই করেছে ঠিকই কিন্তু তার হয়ে জামিনের আবেদন করা হবে বলে তার জানা ছিল না। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্ত এদিন অতিরিক্ত সেশন জজের সামনে হাজিরা দেয়।
'আমি চাই কৌঁসুলি আমার সঙ্গে কথা বলুন এবং তারপরে জামিনের আবেদন প্রত্যাহার করুন,' আবেদন প্রত্যাহার করতে চান কিনা সে বিষয়ে বিচারকের প্রশ্নের জবাবে বলে পুনাওয়ালা।
বিচারক বলেন, জামিনের আবেদন আপাতত মুলতুবি রাখা হবে এবং অভিযুক্ত কৌঁসুলির সঙ্গে দেখা করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আবেদন গ্রহণ করা হবে কি না। পরবর্তী শুনানির দিন ২২ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
Mehrauli murder case: Court posts hearing on bail plea of accused Aaftab Amin Poonawala to December 22
— Press Trust of India (@PTI_News) December 17, 2022
শ্রদ্ধা ওয়াকার খুনে তোলপাড় গোটা দেশ। প্রথমে প্রেমিকাকে খুন করে তারপর তার দেহ ৩৫ টুকরো করে সে। তারপরও পরিচয় যাতে বোঝা না যায়, সেটা নিশ্চিত করতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারের মুখ আগুনে পুড়িয়েছিল আফতাব আমিন পুনাওয়ালা। ফ্রিজ কিনে এনে প্রেমিকার খণ্ড-বিখণ্ড দেহ তাতে ঢুকিয়ে রেখে তারপর রোজ রাতে চলত সেগুলো জঙ্গলে ফেলে দেওয়ার কাজ। দিল্লি খুন-কাণ্ডে যত তথ্য সামনে এসেছে, ততই যেন ঘটনার নৃশংসা দেখে শিউরে উঠেছে দেশ।
আরও পড়ুন: Viral News: চার পা নিয়ে জন্মাল খুদে! মধ্যপ্রদেশের গ্বালিয়রের ঘটনায় সাড়া