এক্সপ্লোর
Advertisement
উবর ট্যাক্সিতে ভীতিজনক অভিজ্ঞতা, শেয়ার করলেন সোনম
সোনম জানিয়েছেন, লন্ডনের রাস্তায় তিনি উবর ট্যাক্সিতে চড়েন। কিন্তু ট্যাক্সিচালক অত্যন্ত দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে।
লন্ডন: স্বামী আনন্দ আহুজার সঙ্গে কিছুদিন ধরে লন্ডনে আছেন সোনম কপূর। কিন্তু এবার লন্ডনের ট্যাক্সিতে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সোনম।
সোনম জানিয়েছেন, লন্ডনের রাস্তায় তিনি উবর ট্যাক্সিতে চড়েন। কিন্তু ট্যাক্সিচালক অত্যন্ত দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে। অনিল কপূর কন্যা লিখেছেন, উবরের মুহূর্তগুলি ছিল তাঁর জীবনের সব থেকে ভীতিপ্রদ অভিজ্ঞতা। চালক নেশা করে ছিলেন, সোনমের ওপর প্রচণ্ড চেঁচামেচি করেন তিনি। ভয়ে তিনি এখনও কাঁপছেন। তাঁর অভিজ্ঞতা, গণ পরিবহণ আর এমনি ট্যাক্সিই সব থেকে নিরাপদ।
Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020
The driver was unstable and was yelling and shouting. I was shaking by the end of it.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। আনন্দের বেশিরভাগ ব্যবসাই লন্ডন কেন্দ্রিক, সেখানে বেশি সময় থাকেন তিনি। ফলে সোনমও এখন বছরের অনেকটা সময় থাকেন লন্ডনে। গত বছর দুটি ছবি মুক্তি পায় সোনমের, এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আর জোয়া ফ্যাক্টর। দুটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement