Sonam Wangchuk: সোনম ওয়াংচুক গৃহবন্দি? বন্ড সইয়ে চাপ? কী দাবি ভিডিও বার্তায়
Ladakh: সোনমের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
নয়াদিল্লি: গৃহবন্দি করে রাখার অভিযোগ লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী এবং সমাজসেবক সোনম ওয়াংচুককে। তাঁরই তৈরি করা প্রতিষ্ঠানে গৃহবন্দি রাখার অভিযোগ তুললেন সোনম। পাশাপাশি তাঁকে একটি বন্ড সই করতেও বলা হয়েছে বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন সোনম। একাধিক শর্তও আরোপ করা হয়েছে বলে দাবি তাঁর।
যদিও সেই অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, তাঁকে শুধুমাত্র খারদুংলাতে ৫দিনের অনশনে বাধা দেওয়া হয়েছে।
किस किस का मुंह बंद करोगे 💬 #stopharassing @Wangchuk66 #stopharassing Ladakhi Youth pic.twitter.com/D0NXPdDYcN
— Jigmat Paljor འཇིགས་མེད་དཔལ་འབྱོར། (@j_paljorladakh) January 28, 2023
ভিডিও বার্তায় দাবি:
লেহ উপত্যকায় বর্তমান সময়ে যে কোনও ঘটনা নিয়ে কোনওরকম বক্তব্য রাখতে পারবেন না সোনম। কোনও জনসভায় বক্তব্য রাখতে পারবেন না। কোনও জনসমাবেশে যোগ দিতে পারবেন না সোনম। কারণ এমনটা করলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে। প্রতীকি অনশন একমাত্র তাঁর প্রতিষ্ঠানেই করতে পারবেন। এছাড়াও, মোট ৫০ হাজার টাকা দিয়ে বন্ডে সই করতে বলা হয়েছে। এমনটাই নাকি চিঠি দিয়ে জানিয়েছে প্রশাসন। সোনম ওয়াংচুক যাতে এই বন্ডে সই করেন তার জন্য তাঁর প্রতিষ্ঠানের তিন জন যুবক শিক্ষককে থানায় নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। সোনমের দাবি, লাদাখ অত্যন্ত শান্ত এলাকা। এখানে এভাবে জোর খাটিয়ে সন্ত্রাসবাদের বীজ বপন করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সোনম ওয়াংচুক। টুইটারে যে ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে এমনটাই বলতে শোনা যাচ্ছে তাঁকে।
কী দাবি রেখেছেন সোনম:
১৮ হাজার ফুট উপরে তীব্র ঠান্ডার মধ্যে খারদুং লা-তে শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছেন। কী কারণে? ষষ্ঠ তফশিলে লেহ-লাদাখের অন্তর্ভুক্তিকরণ। লেহ-লাদাখে যাবতীয় শিল্প-বাণিজ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাগাম- মূলত এই দুটি দাবি রেখেছেন সোনম।
পুলিশের দাবি:
লেহ পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট পি ডি নিত্যা বলেছেন, 'খারদুং লা-তে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে তাঁকে অনশন করতে অনুমতি দেওয়া হবে না। তাঁর এবং তাঁর অনুগামীদের ওই এলাকায় যাওয়া বিপজ্জনক। তাঁকে তাঁর প্রতিষ্ঠান হিমালয়ান ইন্সটিটিউশন অফ অল্টারনেটিভ লাদাখ-এর ক্যাম্পাসে অনশন করতে অনুরোধ করতে বলা হচ্ছে। তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশ রাখা হয়েছে।'
সিপিএমের তোপ:
এই ঘটনা নিয়ে সরকারকে আক্রমণ করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর অভিযোগ, সোনম ওয়াংচুককে আবহাওয়া পরিবর্তনের বিপদ ও সংবিধানের ষষ্ঠ তফশিলে লেহ-লাদাখের অন্তর্ভুক্তকরণের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীরের অ্যাডমিট কার্ড প্রকাশিত, এভাবে করুন ডাউনলোড