এক্সপ্লোর
Advertisement
উদয়পুরের হোটেল বিক্রি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরির বিরুদ্ধে সিবিআইকে এফআইআরের নির্দেশ আদালতের
ঘটনার সময় বিলগ্নীকরণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন অরুণ শৌরি। সরকারি সংস্থা ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মালিকানার ওই হোটেল মাত্র ৭.৫২ কোটি টাকায় বিক্রি করা হয় বেসরকারি সংস্থা ভারত হোটেলস লিমিটেডকে।
যোধপুর: অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকা অরুণ শৌরি এবং তৎকালীন বিলগ্নীকরণ সচিব প্রদীপ বাইজালের বিরুদ্ধে সিবিআইকে এফআইআরের নির্দেশ দিল যোধপুরের বিশেষ আদালত। উদয়পুরের একটি আইটিডিসি হোটেল বিক্রি মামলায় করদাতাদের ২৪৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ।
বছরকুড়ি আগে বাজপেয়ী আমলে উদয়পুরের লক্ষ্মীবিলাস প্যালেস হোটেল বিক্রি মামলায় আরও ৩ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। এঁরা হলেন লাজার্ড ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশিস গুহ, যিনি তখন আর্থিক উপদেষ্টা ছিলেন, কান্তিলাল কারামসি অ্যান্ড কোম্পানির ভ্যালুয়ার কান্তিলাল কারামসি ও ভারত হোটেল লিমিটেডের ডিরেক্টর জ্যোৎস্না সুরি। ৫ জনকেই আদালতে ডাকা হবে বলে বিচারক জানিয়েছেন।
ঘটনার সময় বিলগ্নীকরণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন অরুণ শৌরি। সরকারি সংস্থা ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মালিকানার ওই হোটেল মাত্র ৭.৫২ কোটি টাকায় বিক্রি করা হয় বেসরকারি সংস্থা ভারত হোটেলস লিমিটেডকে। অথচ সিবিআই তদন্তে উঠে এসেছে, হোটেলের দাম ২৫২ কোটি টাকা। এক সময়ের অত্যন্ত নামী সাংবাদিক শৌরি একাধিক বিতর্ক ও সাক্ষাৎকারে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। সে কথা স্মরণ করে আদালত বলেছে, শৌরি দুর্নীতি ইস্যুতে দু’ধরনের নীতি নিয়ে চলেন, এই সব ঘটনা তারই প্রমাণ।
২০১৯-এর অগাস্টে সিবিআই এই মামলার ক্লোজার রিপোর্ট দাখিল করে। সেই রিপোর্ট বাতিল করে দিয়েছে আদালত। সিবিআইকে তারা মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। লক্ষ্মীবিলাস প্যালেস হোটেলের ইমিডিয়েট অ্যাটাচমেন্টের জন্য উদয়পুরের জেলা শাসককে নির্দেশ দিয়েছে আদালত। যতদিন না মামলা মিটছে, ততদিন এই হোটেন রাজস্থান সরকারের অধীনে থাকবে বলে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement