Road Accident : বেপরোয়া অডি ! ব্যস্ত রাস্তায় দুমড়ে - মুষড়ে দিল প্রাণ, পিষে দিতে দিতে ছুটল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারী ও ঠেলাগাড়িতে ধাক্কা মারল একটি অডি গাড়ি। আর তাতে এক মুহূর্তে নেমে এল ভয়ঙ্কর পরিণতি।

ভয়ঙ্কর । মর্মান্তিক। আবারও বেপরোয়া গাড়ি। গতির বলি প্রাণ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারী ও ঠেলাগাড়িতে ধাক্কা মারল একটি অডি গাড়ি। আর তাতে এক মুহূর্তে নেমে এল ভয়ঙ্কর পরিণতি।
রাজস্থানের জয়পুরের জার্নালিস্ট কলোনিতে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল ১ পথচারীর। মৃতের নাম রমেশ। আর গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অন্তত ১৬ জন। তাঁদের কারও কারও অবস্থাও আশঙ্কাজনক। ভয়ঙ্কর এই ঘটনা ঘটিয়ে চম্পট দিয়েছে বিলাসবহুল গাড়ির চালক সহ গাড়িতে থাকা আরও ৩ জন।
তদন্তে নেমে ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়িতে থাকা এক অভিযুক্তকে । পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটে এই অঘটন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটি দমন ও দিউ-এর। যদিও গাড়িতে থাকা চারজনই রাজস্থানের বাসিন্দা।
আহতদের দেখতে হাসপাতালে যান রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার।






















