New Orleans Attack: বিভীষিকা হয়ে উঠল বর্ষবরণ উৎসব, ভিড়কে পিষে দিল গাড়ি, ইচ্ছাকৃতভাবেই!
New Orleans Carnage: আমেররিকার লুইজিয়ানার নিউ ওরলেন্সে এই ঘটনা ঘটেছে।
লুইজিয়ানা: বর্ষবরণের উৎসব বদলে গেল বিভীষিকায়। বর্ষবরণ উদযাপনে শামিল হওয়া মানুষজনকে পিষে দিল একটি ট্রাক। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৪০। তীব্র গতিতে ছুটে এসে বেশ কয়েকজনকে পিষে দেয় ট্রাকটি। শুধু তাই নয়, ভিড় লক্ষ্য করে ট্রাকের চালক গুলিও ছোড়ে বলে অভিযোগ। (New Orleans Attack)
আমেররিকার লুইজিয়ানার নিউ ওরলেন্সে এই ঘটনা ঘটেছে। রাত উদযাপনের জন্য এমনিতেই পরিচিত ওই এলাকা। বর্ষবরণ উদযাপনেও বহু মানুষ শামিল হয়েছিলেন। সেইউ সময়ই বার্বন স্ট্রিট অ্যান্ড ইবারভিলে এলাকায় ভিড়কে পিষে দেয় ঘাতক ট্রাকটি। স্থানীয় অনুযায়ী, বুধবার ভোর সওয়া ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। (New Orleans Carnage)
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্রুতগতিতে ছুটে এসে প্রথমে বেশ কয়েকজনকে পিষে দেয় ট্রাকটি। রক্তারক্তি কাণ্ড দেখে উত্তেজিতও হয়ে পড়ে ঘাতক ট্রাকের চালক। এর পর আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। পরিস্থিতিত মোকাবিলায় পাল্টা গুলিবর্ষণ করে পুলিশও। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
Sad 😔
— Tulsi For President🌺 (@TulsiPotus) January 1, 2025
12 dead and 30 injured after a terrorist driver plowed his car and then got out and fired his weapon at the crowd celebrating new year in Bourbon Street, New Orleans. pic.twitter.com/bSrJYG1ixg
পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক জানিয়েছেন, ট্রাকের চালক আসলে হত্যালীলাই চালাতে বদ্ধপরিকর ছিল। যা ঘটেছে, তা ঘটাতেই চেয়েছিল সে। দেশের যুক্তরাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা FBI এই ঘটনায় তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বর্ষবরণের রাতে ঘটনাস্থলে সাধারণ মানুষের পাশাপাশি, নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন ছিলেন পুলিশের ৩০০-র বেশি আধিকারিকও। সেই সময় ব্যারিকেড ভেঙে ভিড়ের উপর হামলা চালানো হয়।
এখনও পর্যন্ত যদিও ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্ষবরণের উৎসবে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। আপাতত ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে আমেরিকার সাধারণ মানুষকে। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি গোটা ঘটনাকে 'ভয়ঙ্কর হিংসা' বলে উল্লেখ করেছেন।
ঘাতক ট্রাকের চালক কোথায়, তাকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখনই এই ঘটনাকে 'জঙ্গি হামলা' বলতে নারাজ আমেরিকা। FBI তদন্ত শেষ হলে তবেই বিষয়টি খোলসা হবে। এমনিতে বছরভর নিউ ওরলেন্সে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। সামনে বড় ফুটবল টুর্নামেন্ট রয়েছে সেখানে। তার আগে এই ঘটনা।