স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়, করোনা আবহেই রেজিস্ট্রেশন অফিসে ভিড় সাধারণ মানুষের
ছাড়ের সুবিধা পেতে করোনা আবহেই রেজিস্ট্রেশন অফিসে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
ঝিলম করঞ্জাই, কলকাতা: আবাসন ক্ষেত্রে সম্পত্তির রেজিস্ট্রেশন করলে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় মিলবে। নবান্ন সূত্রে খবর, সেই সুবিধার মেয়াদ আরও দু’মাস বাড়ানো হয়েছে। এদিকে, ছাড়ের সুবিধা পেতে করোনা আবহেই রেজিস্ট্রেশন অফিসে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
বাজেটে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল, আবাসন ক্ষেত্রে ৩০ অক্টোবরের মধ্যে সম্পত্তির রেজিস্ট্রেশন করলে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড় মিলবে। সেই ছাড়ের সুবিধা নিতেই, ভিড় বাড়ছে কলকাতার বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে। আলিপুর থেকে হাইকোর্ট চত্বর, ছবিটা একই।
পুজোর পর থেকে করোনা সংক্রমণের গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা হাজারের দোরগোড়ায়। মৃত্যু হয়েছে ৯ জনের। এই প্রেক্ষাপটে রেজিস্ট্রেশন অফিসের বাইরে ভিড়ের ছবি দেখে অনেকেই আতঙ্কিত। তাঁদের আবেদন, স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ ৩০ অক্টোবরের পর আরও কিছুটা বাড়ানো হোক। যাতে ভিড় একটু কমে।
আরও পড়ুন: School-College Reopen: করোনাকালে কীভাবে স্কুল-কলেজে ক্লাস? গাইডলাইন প্রকাশ শিক্ষা দফতরের
হাইকোর্টে রেজিস্ট্রেশন অফিসে আসা এক গ্রাহক বলেন, ৩০ তারিখ পর্যন্ত ছাড় দিচ্ছে, সেই কারণেই এসেছি। তবে মেয়াদ বাড়ালে ভাল হয়। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার মেয়াদ বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী। তবে তার কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও, নবান্ন সূত্রে খবর, ২ মাসের জন্য বাড়ানো হবে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ।
এদিকে স্ট্যাম্প ডিউটিতে ছাড় পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের মুখে দেখা যাচ্ছে না মাস্ক। পুজোতেও মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছিল অনেককে। পুজো কাটতেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। চিকিৎসকদের হুঁশিয়ারি, এখনও সতর্ক না হলে অপেক্ষা করছে বড় বিপদ।
আরও পড়ুন: Eco Friendly Cracker: ৫০ কেজির বেশি বিক্রি করা যাবে না পরিবেশ বান্ধব বাজি, বৈঠকে জানালেন সুজিত বসু
আরও পড়ুন: Vande Bharat: আর কিছুদিনেই হাওড়া থেকে ছুটবে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস