দামোদরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু ২ ছাত্রের
বাঁকুড়া: বাঁকুড়ার মানা গ্রামের কাছে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। দুজনেরই মৃতদেহ উদ্ধার। সতর্ক করে টাঙানো রয়েছে পুলিশের নোটিস। আছে নজরদারি। তা সত্বেও ফের দুর্ঘটনা দামোদরে। স্নান করতে নেমে তলিয়ে গেল ২ ছাত্র। রবিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মানা গ্রাম লাগোয়া দুর্গাপুর ব্যারেজের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্গাপুরের অঙ্গদপুর হাইস্কুলের একাদশ শ্রেণির তিন ছাত্র বিশাল বাগচী, রোহিত সাহানি ও রঞ্জন বাগচী দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে যায়। রঞ্জন কোনও মতে পাড়ে উঠে এলেও তলিয়ে যায় বাকিরা। ঘটনার খবর পেয়ে আসে বড়জোড়া থানার পুলিশ। স্থানীয় মাঝিদের নিয়ে শুরু করে তল্লাশি। ঘণ্টা তিনেক পর রোহিত ও বিশালের মৃদেহ উদ্ধার হয়। তিন ছাত্রেরই বাড়ি দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার অঙ্গদপুরের মায়াবাজারে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া। সামনেই দুর্গাপুর ব্যারেজ থাকায় দামোদরের যে কোনও জায়গায় নেমে যাতে কেউ স্নান না করেন, তার জন্য বিজ্ঞপ্তি লাগানো রয়েছে পুলিশের। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ নোটিস দিয়েই ক্ষান্ত। নজরদারির অভাবে প্রায়ই ঘটে দুর্ঘটনা।