এক্সপ্লোর
Advertisement
সালিশি সভায় গরহাজির, কাটোয়ায় প্রৌঢ়কে পিটিয়ে খুনের নিদানের অভিযোগ
কাটোয়া: ফের সালিশি সভার ‘নির্মম নিদান’! প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ! বর্ধমান শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে, বর্ধমানের কাটোয়ায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, রবিবার শ্রীখণ্ড গ্রামের বাসিন্দা বছর ষাটেকের নরেন মুর্মুর বিরুদ্ধে এক মহিলাকে কটূক্তির অভিযোগ ওঠে। মৃতের পরিবারের দাবি, এরপরই সালিশি সভায় ডাকা হয় প্রৌঢ়কে।
কিন্তু জরিমানার ভয়ে সালিশি সভায় যাননি নরেন।
অভিযোগ, তার জেরেই সালিশি সভায় পিটিয়ে খুনের নিদান দেওয়া হয় প্রৌঢ়কে।
মৃতের পরিবারের দাবি, সালিশি নিদান মেনে, সোমবার গভীর রাতে অভিযুক্তের বাড়িতে চড়াও হন কয়েকজন গ্রামবাসী।
প্রৌঢ়কে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। যদিও, পিটিয়ে খুনের নিদানের কথা অস্বীকার করেছেন এক অভিযুক্তের স্ত্রী।
ঘটনায় ১ মহিলা-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
কিন্তু একবিংশ শতাব্দীতেও কেন বারবার সেই মধ্যযুগীয় বর্বরতা???
সময়ের চাকা সামনের দিকে ঘোরে। কিন্তু, আমরা কি এগোনোর বদলে পিছোচ্ছি? আইন আছে। আদালত আছে। তাও সালিশি সভার রমরমা অব্যাহত! মাতব্বরদের মনোভাব এতটাই বেপরোয়া যে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগও উঠছে!
তবে কাটোয়ায় প্রৌঢ়ের মৃত্যুই প্রথম নয়! গত জুন মাসে একই রকম ঘটনার সাক্ষী হয় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং! সালিশি সভায় প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ তাঁরই দেওরের বিরুদ্ধে!
এর আগের মাসে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সালিশি সভায় কাকাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ভাইপোর বিরুদ্ধে!
সালিশি সভার খুনের অভিযোগ সামনে এলেই অনেকের মনে পড়ে যায় বাঁকুড়ার রাইপুরের মোমিন আলির মর্মান্তিক পরিণতির কথা! সালিশি সভায় ডেকে এই স্কুলছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছিল! অভিযোগ, মেয়ের সঙ্গে সম্পর্কে আপত্তি থাকায় মোমিনকে পৃথিবী থেকেই সরিয়ে দেয় তার প্রেমিকার পরিজনরা!
কখনও আবার জরিমানার টাকা দিতে না পারায়, তরুণীকে গণধর্ষণের নিদান দিয়েছে সালিশি সভা। মোড়লের নির্দেশে রাতভর চলেছে অমানুষিক অত্যাচার!সালিশি সভার অত্যাচার থেকে রেহাই পাননি অন্তঃসত্ত্বাও! বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে সম্প্রতি গাজোলের এক বধূকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। না দেওয়ায় প্রথমে মাথা ন্যাড়া, তারপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম!
চুরির ঘটনায় অভিযোগ জানানোয়, বাবাকে দিয়ে ছেলেকে ৫০ বার জুতোপেটার অভিযোগ উঠেছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে! বাড়তে থাকা নৃশংসতার এই ধারা অব্যাহত রইল কাটোয়াতেও!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement