(Source: ECI/ABP News/ABP Majha)
Malda : রিফান্ডের নামে গেম খেলিয়ে শিক্ষকের অ্যাকাউন্ট থেকে উধাও ৩ লক্ষ টাকা!
টেলিকম সংস্থার কর্মীর পরিচয় দিয়ে মালদার স্কুল শিক্ষককে ফোন করে বলা হয়, ১০ টাকার রিচার্জ না করলে তাঁর সিম কার্ড বন্ধ হয়ে যাবে। এরপরই শুরু হয় প্রতারণা।
করুণাময় সিংহ, মালদা: মোবাইল নম্বর ব্লকের ছক কষে অ্যাকাউন্ট থেকে তিন লক্ষাধিক টাকা প্রতারণার শিকার মালদা শহরের এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সিঙ্গা তলা এলাকায়।
জানা গিয়েছে, ওই স্কুল শিক্ষকের নাম শুভময় চৌধুরী। মালদা টাউন হাই স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। মঙ্গলবার সকালে তিনি মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের অভিযোগ, একটি টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোমবার রাতে তাকে ফোন করা হয়। বলা হয়, তাঁর সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে ।এর জন্য ১০ টাকার রিচার্জ করাতে হবে। তিনি সঙ্গে সঙ্গে ১০ টাকার রিচার্জ করেন। এরপরই তিনি দেখতে পান, তাঁর গুগল পে অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যখন জানতে চান, কেন তাঁর অ্যাকাউন্ট থেকে ২৫০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। তখন ওই টেলিকম সংস্থার কর্মী তাঁকে বলেন, গুগল পে-তে গিয়ে রিফান্ড করলে টাকা ফেরত পাবেন তিনি। এরপর তিনি গুগল পে তে ঢুকলে সেখানে দেখা যায় ২৫০০০ টাকা ফেরত পেতে একটি গেম খেলতে বলা হয়। এরপরে ধাপে ধাপে তিন লক্ষ টাকা উধাও হয়ে যায় তাঁর অ্যাকাউন্ট থেকে। মঙ্গলবার সকালে তিনি এই মর্মে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, অনলাইন লেনদেনের মাধ্যমে এক ব্যাক্তির টাকা হাতানোর অভিযোগে মালদার এক যুবককে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। ধৃত যুবক তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণা করে তুলে নেয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। আদালতে পেশের পর রবিবার ধৃত যুবককে ৭ দিনের ট্রানজিট রিমান্ডে পঞ্জাবে নিয়ে গেছে সে রাজ্যের পুলিশ। চলতি বছরের ২১ মে পঞ্জাবের পঠানকোটে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। ওই এলাকার এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর এটিএম-র পিন ফোন মারফৎ জেনে অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।