Bankura: বাঁকুড়ায় আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনার অভিযোগে গ্রেফতার ২
এক আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার সামন্তমারা গ্রামে। ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে বেলিয়াতোড় থানার পুলিশ।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এক আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার সামন্তমারা গ্রামে। ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে বেলিয়াতোড় থানার পুলিশ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বেলিয়াতোড় থানার সামন্তমারা গ্রামের এক আদিবাসী গৃহবধূ বেশ কিছুদিন ধরে কাজ করতেন স্থানীয় একটি পোলট্রি ফার্মে। গত রবিবার দুপুরে পোল্ট্রি ফার্মে কাজ সেরে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, এই সময় স্থানীয় ধবনী গ্রামের দুই যুবক আচমকাই পুকুরের ওই ঘাটে হাজির হয়। অভিযোগ ওই আদিবাসী মহিলাকে মুখে কাপড় বেঁধে পুকুরের পাড়ে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই আদিবাসী মহিলাকে চাপে রাখার জন্য এরপর তাঁকে প্রাণে মারার হুমকিও দিতে থাকে অভিযুক্ত ২ জন। বিষয়টি অন্যত্র বা পুলিশে জানালে ওই আদিবাসী মহিলাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
পরে অভিযুক্ত দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সেই আদিবাসী মহিলা বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায় তাঁর পরিবারের লোকজনকে। সোমবার ওই দুই যুবকের বিরুদ্ধে বেলিয়াতোড় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপর ওইদিনই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার দুই অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় পুলিশের তরফে। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
কিছুদিন আগেই বর্ধমানের গলসিতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছিলেন মধ্য বয়স্কা এক বিধবা আদিবাসী মহিলা। সেই ঘটনায় অভিযোগের তীর উঠে এসেছিল সেই মহিলারই এক প্রতিবেশীর দিকে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছিল। এরপর ফের একবার বাঁকুড়ায় এদিন আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী।