এক্সপ্লোর
Advertisement
কিশোরকে তুলে নিয়ে গিয়ে বলির চেষ্টা, পাকড়াও অভিযুক্ত তান্ত্রিক ও তাঁর ৪ সহযোগী
চুঁচুড়া: কিশোরকে তুলে নিয়ে গিয়ে বলির চেষ্টার অভিযোগ। হুগলির চুঁচুড়া থেকে পাকড়াও অভিযুক্ত তান্ত্রিক ও তাঁর ৪ সহযোগী। উদ্ধার কিশোর।
হোমকুণ্ডের পাশে এগারো বছরের কিশোরকে বসিয়ে চলছিল তার পুজো। এ পুজো যে সে পুজো নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অমাবস্যায় বলি দেওয়ার জন্য চলছিল যজ্ঞ। ঠিক সময়ে, উপস্থিত বুদ্ধির জোরে রক্ষা পেল কিশোর। পাকড়াও তান্ত্রিক।
ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার দেবীপুরে। বছর এগারোর ওই কিশোরের দাবি, মঙ্গলবার সন্ধেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বপন অধিকারী নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি তাকে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে।
এরপর তার অনুরোধে ওই ব্যক্তিকে বাড়ি পৌঁছে দিতে রিকশায় ওঠে ওই কিশোর। কিন্তু, বাড়ি ঢুকেই স্বমূর্তি ধারণ করেন তান্ত্রিক স্বপন অধিকারী। অভিযোগ, বছর এগারোর কিশোরকে ঘরে নিয়ে গিয়ে পুজো শুরু করেন স্বপন অধিকারী। বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন ২ সহযোগী। বিপদ আঁচ করতে পেরে, শৌচাগারে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়েই রাস্তার দিকে ছুটতে থাকে কিশোর। তাকে ধরতে ধাওয়া করেন তান্ত্রিকের সহযোগীরা। বিষয়টি জানতে পেরেই অভিযুক্ত তান্ত্রিক ও তার সহযোগীদের ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
তান্ত্রিকের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাকড়াও অভিযুক্ত তান্ত্রিক ও তাঁর ৪ সহযোগী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement