সুখেন্দুশেখরের বাড়িতে অভিষেক, 'ওর সৌজন্য়ে আপ্লুত' বললেন রাজ্যসভার সাংসদ
'সৌজন্য সাক্ষাৎকার, ওর সৌজন্য বোধে আপ্লুত। আমাদের মধ্যে নির্বাচনের সময় যে নতুন প্রজন্ম কাজ করেছে, তাঁদের সামনে তুলে আনা নিয়ে কথা হয়েছে।'
কলকাতা: তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরই, প্রবীণ নেতাদের বাড়িতে যাচ্ছেন অভিষেক। সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সুখেন্দুশেখর রায়ের বাড়িতে গেলেন অভিষেক। সেখানে প্রায় অনেকক্ষণ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, 'সৌজন্য সাক্ষাৎকার, ওর সৌজন্য বোধে অভিভূত। আমাদের মধ্যে নির্বাচনের সময় যে নতুন প্রজন্ম কাজ করেছে, তাঁদের সামনে তুলে আনা নিয়ে কথা হয়েছে। সরকারি প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন যে ইতিবাচক ভূমিকা নিয়েছে, আগামী দিনে কী ভাবে তা আরও সফল করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।'
রবিবাসরীর ব্যস্ত সন্ধে। এ দিন প্রয়াত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। তাঁর মাকে শেষ শ্রদ্ধা জানান অভিষেক। উল্লেখ্য, বয়স হয়েছিল ৯১ বছর। শ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সীরা।
রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি হয়ে সোজা সুখেন্দুশেখর রায়ের বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধে সাড়ে ৭টা নাগাদ যোধপুর পার্কে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সদস্যসুখেন্দু শেখর রায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় দু ঘণ্টা কথাবার্তা চলে সুখেন্দু-অভিষেকের। গঠনমূলক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
গত ৫ মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছে অভিষেক। এরপর থেকেই শুরু হয়েছে গুরুজনের আশীর্বাদ নেওয়া। দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলছেন অভিষেক।
এর আগে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বাড়ি গিয়েও পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন অভিষেক। আর আজকের ডেস্টিনেশন ছিল এলেন সুখেন্দশেখরের বাড়ি।