Dev: বিরোধীদের সামাজিক বয়কট কেশপুরে! ‘ঘৃণা সমর্থন নয়’, কড়া বার্তা দেবের
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাকে আর কঠিন করে তুলবেন না বার্তা দেবের।
কলকাতা : কেশপুরে সামাজিকভাবে বয়কট বিরোধীদের। যার প্রতিবাদে রুখে দাঁড়ালেন তৃণমূল সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়ে তিনি জানান, যেই করুক না কে, এই ধরনের ঘৃণা সমর্থন নয়। অহেতুক দলের বদনাম করবেন না। এমনই কড়া বার্তা সাংসদের।
দেব নিজেই জানিয়েছেন, কেশপুরে বিরোধীদের সামাজিক বয়কটের খবর পান তিনি। সেখানে রীতিমতো পোস্টার দিয়ে কয়েকজনের নাম উল্লেখ করে বলে দেওয়া হয় যাতে দোকানের কোনও জিনিসপত্র তাদের না দেওয়া হয়, এমনকি যাতে চায়ের দোকানেও বসতে না দেওয়া হয়।
দেবের বার্তা অনুযায়ী, তিনি নিজে বিষয়টা নিয়ে খোঁজখবর করে জানতে পারেন, সত্যিই এই ধরণের পোস্টার পড়েছে। যারপরই কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি এও জানান, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, এমন কোনও কাজ দলীয় সমর্থকরা করেননি বলেই ব্যক্তিগতস্তরে কথা বলে তিনি জেনেছেন বলেই জানান।
যার পরই কার্যত কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলের ভাবমূর্তি নষ্ট করার যারা চেষ্টা বলেও মনে করেন তিনি। দেব পোস্টারটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'যেই করুক না কেন, এই ধরনের ঘৃণা সমর্থন করি না। ‘যারা ভোট দিয়েছেন শুধু তাদের পাশে নয়, সবার পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি।'
দেবের সংযোজন, ‘দলীয় কর্মীরা জানিয়েছেন, এধরনের কিছু করেনি তৃণমূল। অহেতুক দলের বদনাম করবেন না। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আরও কঠিন করবেন না।'
নিজের বার্তার মধ্যে দিয়ে দেব রাজ্যে চলতে থাকা করোনা পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করতে চেয়েছেন। বিধানসভা ভোটের পর থেকেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বঙ্গে। আপাতত আস্তে আস্তে সংক্রমণের চিত্র অবশ্য নিম্নমুখী। এর মাঝে যাতে রাজনৈতিক অসহিষ্ণুতার বাতাবরণ রাজ্যে ছড়িয়ে না পড়ে সেই বার্তাই দিতে চাইলেন তিনি।
যে বিষয়টি নিয়ে অবশ্য রাজ্যের শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি। তাদের দাবি, তৃণমূলের তরফেই এই ধরণের পোস্টার দেওয়া হয়েছে।