এক্সপ্লোর
Advertisement
অনুব্রতর পর এবার পুলিশ পেটানোর দাওয়াই বিজেপির দিলীপ ঘোষের, 'দিদির ছোট ভাইদের ও পুলিশ ভাইদের পেটাব'.....
কলকাতা: বুধবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নিশানায় ছিল পুলিশ, আর বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোষের মুখে পড়লেন উর্দিধারীরা। অনুব্রত মণ্ডলের পর ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে চমকালেন দিলীপ ঘোষ। মালদার এক জনসভায় তৃণমূলের সঙ্গে পুলিশকেও হুমকি দিলেন দিলীপ। তিনি জনসভায় তৃণমূলকে আক্রমণ করে বলেন, 'যেখানে গায়ের জোর, সেখানে গুন্ডা-ক্যাডার দিয়ে আটকাচ্ছে, যেখানে পারছে না, সেখানে তাঁরাই ঠেঙিয়ে দেবেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তারপরই তিনি বলেন, প্রয়োজন হলে দিদির ছোট ছোট ভাইদের ঠেঙাব, প্রয়োজনে পুলিশ ভাইদেরও ঠেঙাব। পুলিশের কাজ শুধু ছবি তোলা, শুধু টাকা তোলা। তাই যেদিন প্যাঁদানি হবে, সেদিন একটাও মার বাইরে পড়বে না বলে জনসভায় হুমকি দিলীপের'।
এদিকে আজকে দিলীপের পুলিশকে হুমকির ২৪ ঘণ্টা আগেই, বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পুলিশকে হুমকি দিয়ে খবরের শিরোনামে চলে আসেন। প্রসঙ্গত, দুই শিবিরের দুই সেনাপতিই এখন পুলিশকে হুমকি দিয়ে খবরের শিরোনামে।
বৃধবার বীরভূমের ডিএসপির সামনেই হুমকি দেন বীরভূমের তৃণমূল সভাপতি! শুধু নিজের ক্ষমতা জাহির করাই নয়! তাঁর কথামতো ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে সময়সীমাও বেঁধে দেন অনুব্রত! পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে তিনি কী করতে পারেন, তাও ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের সামনে ফলাও করে শোনান অনুব্রত মণ্ডল!
তৃণমূল জেলা সভাপতির এই হুমকির কড়া নিন্দা করে বিরোধীরা! কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই বিরোধী দলের অন্যতম বিজেপির রাজ্য সভাপতিই অনুব্রতর সুরে পুলিশকে হুমকি দিয়ে বসলেন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement