এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
তাপসের পর সুদীপ, রোজভ্যালিকাণ্ডে পরপর গ্রেফতারি: কার ক্ষতি? কার লাভ?
কলকাতা ও নয়াদিল্লি: তাপস পালের পর রোজভ্যালিকাণ্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের হেভিওয়েট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এতে রাজনীতির ময়দানে কার ক্ষতি? কার লাভ?
পর্যবেক্ষকদের একাংশের মতে, সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ায়, মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে আরও জোরালোভাবে সরব হওয়ার সুযোগ পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বললেন,আপনার কত সিবিআই আছে?...খোলা চ্যালেঞ্জ করছি, পারলে সবাইকে গ্রেফতার করুন। মোদীবাবু ইডি-সিবিআই এর ভয় দেখাচ্ছে।
বিজেপি অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, না খাউঙ্গা, না খানে দুঙ্গা, এই স্লোগানেই অনড় রয়েছে মোদি সরকার! কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, যে দুর্নীতি করবে, তার রেহাই নেই।
তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পর পর তৃণমূলের দুই সাংসদ, রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হওয়ায় নতুন করে অস্ত্র পেয়ে গিয়েছে সিপিএম। তাদের দাবি, তৃণমূলের নেতারা যে বেআইনি আর্থিক কাণ্ডে জড়িত, তা ফের একবার সামনে চলে এল।
পাশাপাশি বামেদের এটাও প্রশ্ন,এ সবই আসলে লোক দেখানো নয় তো?তা না হলে, যখনই মোদী-মমতা কাছাকাছি, তখন সিবিআই নিষ্ক্রিয়, আর যখনই দুই শিবিরের সংঘাত, তখনই তারা সক্রিয় কেন? সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায় বলেছেন,চুনোপুটিদের গ্রেফতার করা হচ্ছে...মাথাদের নয় কেন?
পাশাপাশি বামেদের প্রশ্ন, চিটফান্ডকাণ্ডে প্রতারিতদের টাকা এখনও কেন ফেরত দেওয়া হল না? তবে, এরইমধ্যে উভয় সঙ্কটে পড়েছে কংগ্রেস। একটা সময় বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছেন অধীর চৌধুরী-মান্নান হোসেনরা।
কিন্তু, নোট-ইস্যুতে, মোদি সরকারকে বিঁধতে, এখন দিল্লিতে আবার রাহুল-সুদীপরা পাশাপাশি।
এই পরিস্থিতিতে, কংগ্রেস রোজভ্যালি ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালে, তাদের প্রদেশ নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে, আবার সুদীপের পাশে না দাঁড়ালে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ও সনিয়া-রাহুলের পাশে দাঁড়াবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে মমতার পাশেই দাঁড়িয়েছে ১০ জনপথ। কংগ্রসেরে সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালাও তৃণমূলের সুরে প্রতিহিংসারই অভিযোগ তুলেছেন। তিনিও প্রশ্ন তুলেছেন,বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না মোদি?
সূত্রের খবর, দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনও করেন সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement