৬ মাসে পাঁচবার বাংলাদেশে অস্ত্র পাচার করেছে ধৃত মনোতোষ দে, দাবি এসটিএফ-এর
বসিরহাট ও কলকাতা: ৬ মাসে ৫ বার বাংলাদেশে অস্ত্র পাচার করেছে মনোতোষ দে। আনসারুল্লা বাংলার জঙ্গিরাই অস্ত্রের বরাত দিয়েছিল! শুধু তাই নয়, রাজ্যের মধ্যেও অস্ত্র পাচারের ছক ছিল। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ-এর। ৩ বাংলাদেশি জঙ্গির পাশাপাশি বেআইনি অস্ত্রের কারবারি মনোতোষ দে ওরফে জিয়ারুল গাজিকেও গ্রেফতার করেছে এসটিএফ। তাকে জেরা করেই শনিবার বসিরহাটের দক্ষিণ পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে. অস্ত্র ভাণ্ডারের হদিশ পায় এসটিএফ। সূত্রের খবর, মনোতোষের বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর গুলি উদ্ধার হয়েছে। পাউডার জাতীয় জিনিসও মিলেছে। তা বিস্ফোরক কি না, খতিয়ে দেখা হচ্ছে। তার স্ত্রীকেও দফায় দফায় জেরা করা হচ্ছে। এসটিএফ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারিকে জেরা করে জানা গিয়েছে, গত ৬ মাসে ৫ বার বাংলাদেশে অস্ত্র পাচার করেছে মনোতোষ। তবে বসিরহাটের দক্ষিণ পাড়ার বাড়িতে মজুত করা অস্ত্র, অন্য কোথাও পাঠানোর ছক ছিল বলে অনুমান এসটিএফের। মনোতোষের বাড়িতে অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলায় হতভম্ব এলাকাবাসী। তাঁরা আগে কেউই কিছু টের পাননি বলে দাবি। ধৃত অস্ত্র কারবারির কাছ থেকে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী এলাকার একটি ম্যাপও উদ্ধার হয়েছে। কিন্তু অস্ত্র কারবারির কাছে ম্যাপ কেন? শুধুই কি অস্ত্র পাচার না কি আরও কোনও অপরাধমূল কার্যকলাপে জড়িত ছিল মনোতোষ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।