Alipurduar: দুই বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেফতার করল আলিপুরদুয়ার পুলিশ
দুজন বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেফতার করল আলিপুরদুয়ার পুলিশ। তাদের থেকে ৫ টি দেশি বন্দুক পাওয়া গিয়েছে। অভিযুক্ত ২ ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছে। অস্ত্র কারখানার খোঁজ শুরু করেছে পুলিশ।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দুজন বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। তাদের থেকে ৫ টি দেশি বন্দুক পাওয়া গিয়েছে। অভিযুক্ত ২ ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছে। অস্ত্র কারবারিদের জেরা করে অস্ত্র কারখানার খোঁজ শুরু করেছে আলিপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার দুপুর নাগাদ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এই ২ অস্ত্র কারবারিকে গ্রেফতারের কথা জানান জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে। এই বিষয় যে তদন্ত আরও চলবে এমনটাও জানান আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ ই জুলাই রবিবার রাতে গোপন সূত্রে খবর এই অস্ত্র কারবারির খবর পায় পুলিশ। সেই খবর পেয়েই বীরপাড়া ITI কলেজ এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ার থানার এন্টিক্রাইম টিমের পুলিশ। অভিযানে অস্ত্রসহ অভিযুক্ত নূর হোসেনকে গ্রেফতার করে আলিপুর থানার পুলিশ। অভিযুক্ত নূরের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ টি অত্যাধুনিক দেশি বন্দুক ও ৫ টি তাজা কার্তুজ। তার বিরুদ্ধে বে-আইনি অস্ত্র রাখার একটি মামলা রুজু করা হয়। এরপর অভিযুক্তকে সোমবার আলিপুরদুয়ার আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজতে নেয় পুলিশ।
নূর হোসেনকে এরপর পুলিশ রিমান্ডে নিয়ে জেরা করা শুরু হয়। সেখানেই নূরের থেকে অস্ত্র কারবারি আরও একজনের খোঁজ পায় পুলিশ। বিভিন্ন জায়গায় এরপর তদন্ত শুরু হয় পুলিশের পক্ষ থেকে। নূরকে জেরা করে বুধবার রাতে আলিপুরদুয়ার থানার পুলিশ দলের অন্য এক পান্ডা কোচবিহারের বাসিন্দা নিতাই রায়কে গ্রেফতার করে পুলিশ।
নিতাই রায়কেও আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে আরও জানান, ‘ধৃতদের মধ্যে একজন বেআইনি অস্ত্র মজুত করত। অপরজন ক্রেতাদের পৌঁছে দিত। তবে কোন ঠিকানায় আগ্নেয়াস্ত্র তৈরি হয় বা এদের সাথে কারা জড়িত সব তদন্ত করে দেখা হচ্ছে।’