এক্সপ্লোর
Advertisement
আন্তর্জাতিক বৈদিক পাঠশালার সূচনা, সংস্কৃত শিক্ষার প্রসারে মমতার সাহায্য চাইলেন রামদেব
কলকাতা: পশ্চিমবঙ্গে সংস্কৃত শিক্ষার প্রসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন বাবা রামদেব। দক্ষিণ ২৪ পরগণার বারুলিতে প্রথম আন্তর্জাতিক বৈদিক পাঠশালার সূচনা অনুষ্ঠানে যোগগুরু শনিবার বলেন, বেদের চেতনা, মর্মবস্তুর সঠিক উপলব্ধি করা সম্ভব একমাত্র সংস্কৃতের মাধ্যমেই, কেননা ওই ভাষাতেই বেদের বাণী লেখা হয়েছে। আর বেদের সত্যিকারের চেতনা, বোধ উপলব্ধি মানুষে মানুষে সম্প্রীতি ও ঐক্যবদ্ধ ভারত নির্মাণে সাহায্য করবে। রাজ্যে অন্য ভাষাগুলির বিকাশে যেভাবে উদ্যোগী হয়েছেন, একই ভাবে সংস্কৃত ভাষা শিক্ষার প্রসারেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত্নবান হবেন বলে আশা করছেন রামদেব।
নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈদিক পাঠশালার উদ্বোধন করে আধুনিক ও প্রাচীন শিক্ষাব্যবস্থার সমন্বয়ের ওপর জোর দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।
প্রতিষ্ঠানের জনৈক মুখপাত্র জানান, পাঠশালার মূল লক্ষ্য বৈদিক মন্ত্র উচ্চারণের রীতি, ঐতিহ্যকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়া, পড়ুয়াদের মধ্যে বৈদিক সাহিত্যের প্রসার ঘটানো।
সংস্কৃত ছাড়াও পাঠশালার পড়ুয়াদের ইংরেজি পড়ানো হবে, ধ্যান শেখানো হবে তাদের কাজের বাজারে প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement