(Source: ECI/ABP News/ABP Majha)
Babul Supriyo: সাংসদপদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়
সাংসদপদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি
কলকাতা: সাংসদপদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। আজ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আসানসোল কেন্দ্রের সাংসদপদ থেকে ইস্তফাপত্র দেন তিনি। কিছুদিন আগেই দু’বারের বিজেপি সাংসদ বাবুল তৃণমূলে যোগ দিয়েছেন। সাংসদপদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। বাবুলের প্রশ্ন, এখন কি শুভেন্দু অধিকারী তাঁর বাবা ও ভাইকে সাংসদপদ ছাড়তে বলবেন?
গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন আসানসোলের বিজেপি সাংসদ। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আসানসোলে প্রচারে এসে বাবুলকে সংসদে পাঠানোর ডাক দেন। ২০১৯ সালে ফের আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ বাবুলের। কিন্তু চলতি বছর ৭ জুলাই মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। 'ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে' বলে ফেসবুকে বার্তা দেন। পরে অবশ্য বলেন একটাই দলকে ভালোবাসি, সেটা বিজেপি। গত ৩১ জুলাই সোশাল মিডিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ারও ঘোষণা করেন। যদিও পরে তাঁর মেয়াদ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। ২ অগাস্ট ঘোষণা করেন, তিনি বিজেপি ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। এই মন্তব্যের দেড় মাস যেতে না যেতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন: ইটাহারে বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি খুনের প্রতিবাদে বনধের ডাক বিজেপির
আরও পড়ুন: Abhishek Banerjee : লক্ষ্মীপুজো কাটলেই উপনির্বাচনের প্রচারে অভিষেক, কবে-কোথায় কর্মসূচি ?
গতমাসে তৃণমূলে যোগ দেওয়ার পর, সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য দিল্লি যান বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকারের কাছে তাঁর ইস্তফাপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু, সূত্রের দাবি, ছ’দিন দিল্লিতে থেকেও স্পিকারের সঙ্গে দেখা করার জন্য সময় না পাওয়ায় এদিন কলকাতায় ফেরেন তিনি।