বনগাঁয় খুন যশোরের 'সিরিয়াল কিলার' নান্নু
উত্তর ২৪ পরগনা: ভারতে খুন বাংলাদেশের সিরিয়াল কিলার! উত্তর ২৪ পরগনার বনগাঁয় উদ্ধার ক্ষতবিক্ষত দেহ! নান্নু ওরফে মকলেসুর রহমান। এক সময়ের বাংলাদেশের যশোরের ত্রাস ছিল এই নান্নু! যশোরের শ্যামনগরের বাসিন্দা নান্নুর বিরুদ্ধে খুন-তোলাবাজি মিলিয়ে ৫০টি মামলা রয়েছে। তার মধ্যে ১৫টি খুনের! বাংলাদেশে নান্নুর নামে লুক আউট নোটিসও জারি হয়। পুলিশ সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে বনগাঁয় পালিয়ে আসে নান্নু। বছর দেড়েক ধরে বনগাঁর বোয়ালদহে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল সে। ভুয়ো পরিচয়পত্রও বানিয়েছিল। কয়েকদিন আগে আচমকা নিখোঁজ হয়ে যায় নান্নু। ২৫ অগাস্ট বনগাঁয় উদ্ধার হয় নান্নুর ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, বাংলাদেশি দুষ্কৃতীরাই সীমান্ত পেরিয়ে ঢুকে খুন করেছে নান্নুকে। নেপথ্যে গ্যাংওয়ার রয়েছে বলে অনুমান। নান্নুর বাড়ি মালিক সোহরাব মণ্ডলকে হেফাজতে নিয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে জেলা পুলিশ।