দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর, উদ্ধার ২ জনের দেহ
টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির তিন পড়ুয়া
বাঁকুড়া: টিউশনে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তিন বন্ধু। তারপর আর ঘরে ফেরা হল না। বাঁকুড়ার মেজিয়ায় দামোদর থেকে উদ্ধার দুই কিশোরের মৃতদেহ। খোঁজ চলছে আরও একজনের।
মৃতদের নাম অভিষেক মিশ্র এবং অভিষেক মাহাতো। এখনও নিখোঁজ রোশন সিং। পরিবারের দাবি, প্রত্যেকের বয়স ১৭ বছর। তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা। তারা রানিগঞ্জের জ্ঞানভারতী স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া।
মৃত অভিষেক মিশ্রের ভাই বলেছে, গতকাল সকালে তিন বন্ধু টিউশন পড়তে বেরিয়েছিল। ফিরতে দেরি হচ্ছে দেখে ১১টায় ফোনে কথা হয়। তখন বলে টিউশনে বেরিয়েছি। মন্দিরের সামনে স্কুটিটা পাওয়া যায়। কিছুটা দূরে ব্যাগ পাওয়া যায়, জামা প্যান্ট পাওয়া যায়।
রানিগঞ্জ থেকে দামোদর প্রায় চার কিলোমিটার দূরত্ব। পরিবারের দাবি, মঙ্গলবার দামোদরের সামনেই মেলে তিন কিশোরের জামা-কাপড়। ওই দিন রাতেই তিন বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বুধবার সকালে নামানো হয় ডুবুরি। উদ্ধার হয় অভিষেক মিশ্র ও অভিষেক মাহাতোর মৃতদেহ। পুলিশের অনুমান, স্নান করতে নেমেই তলিয়ে গিয়েছিল কিশোররা।