এক্সপ্লোর
ডাকাতের গল্প ফেঁদে লক্ষাধিক টাকা আত্মসাৎ, গ্রেফতার ৭
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মালিকের টাকা হাতেই মালিকের সহযোগীরা ডাকাতির গল্প ফেঁদে ছিল আর দুষ্কৃতীদের সঙ্গে যোগসাজশে টাকা লুট করেছিল। এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ।

সমীরণ পাল, বারাসাত : ডাকাতির গল্প ফেঁদে আত্মসাৎ লক্ষাধিক টাকা। শেষমেশ যদিও পুলিশের জালে প্রতারকরা। দেগঙ্গা থানার পুলিশ গ্রেফতার করেছে ৭ জনকে। উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকা। মাছ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। গতকাল সন্ধ্যায় মাছ ব্যবসায়ী প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে বারাসাত থেকে ধান্যকুড়িয়ার পথে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন তিনজন। তাদের অভিযোগ, কালিয়ানি বিলের কাছে তাদের গাড়ি আটকে দুটি গাড়ি আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত টাকা লুট করে নিয়ে পালায় । যে ঘটনার তদন্তে নামে দেগঙ্গা থানার পুলিশ । তারপর ছয়জনকে আটক করলেও দেগঙ্গা থানার পুলিশ । ঘটনাস্থল একটি চায়ের দোকানে গিয়ে পুলিশ চায়ের দোকানের মালিক এর বয়ান রেকর্ড করে । মালিকের বয়ানের সঙ্গে গাড়িতে থাকা আরোহীদের বয়ানের অসঙ্গতি দেখা যায় । তদন্তে জানা যায় চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছিল টাকার ব্যাগ ছিল গাড়িতে । সেই সময় দেগঙ্গার দিক থেকে একটি গাড়ি আসে । তখনই তাদের মধ্য থেকে একজন গাড়িতে থাকা টাকার ব্যাগ তাদেরকে দিয়ে দেয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । রাতভর তল্লাশি চালিয়ে হাসনাবাদ দেগঙ্গা থেকে ছজনকে ঘটনায় জড়িত সন্দেহে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মালিকের টাকা হাতেই মালিকের সহযোগীরা ডাকাতির গল্প ফেঁদে ছিল আর দুষ্কৃতীদের সঙ্গে যোগসাজশে টাকা লুট করেছিল। এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















