এক্সপ্লোর
গাড়ির চালক ও রক্ষীদের কোভিড ১৯ টেস্ট পজিটিভ, সেল্ফ আইসোলেশনে দিলীপ ঘোষ
তিনি আগামী তিনদিন তাঁর সমস্ত বৈঠক ও নির্ধারিত রাজনৈতিক কর্মসূচী বাতিল করেছেন।

কলকাতা : গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীর কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। এজন্য সেল্ফ আইসোলেশনে গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি আগামী কয়েকদিন তাঁর সমস্ত বৈঠক ও নির্ধারিত রাজনৈতিক কর্মসূচী বাতিল করেছেন। জানা গেছে, একজন দেহরক্ষী, একজন গাড়ি চালক করোনা আক্রান্ত হন।২জনের করোনা ধরা পড়ার পরেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন দিলীপ ঘোষ। গত শনিবার রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র তাঁর নিজের করোনা সংক্রমণের কথা জানিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















