এক্সপ্লোর
Advertisement
গুরুঙ্গকে ধরতে মরিয়া সিআইডি, গ্রেফতারি পরোয়ানার উল্লেখ করে ফের চিঠি সিকিমকে
কলকাতা ও নয়াদিল্লি : পাহাড়ে ফের অশান্তি। আবারও উদ্ধার বিস্ফোরক। এই প্রেক্ষাপটে পলাতক গোর্খা জনমুক্তি প্রধান বিমল গুরুংকে জালে পুরতে মরিয়া সিআইডি। সূত্রের খবর, ফের দক্ষিণ সিকিমের পুলিশ সুপারকে চিঠি দিয়েছে সিআইডি।
চিঠিতে বলা হয়েছে,গুরুং-সহ কয়েকজন মোর্চা নেতা এখনও সিকিমে গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের গ্রেফতারিতে যেন সহযোগিতা করে সিকিম পুলিশ।
গুরুংদের নামে গ্রেফতারি পরোয়ানার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এর আগেও সিকিমে গিয়ে রাজ্য পুলিশের হাতছাড়া হয়েছেন বিমল গুরুংরা। গুরংদের পালানোর সুযোগ করে দেওয়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশকে বাধা-অসহযোগিতা...সিকিম প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি কালিম্পংয়ের পুলিশ সুপার এবং তাঁর টিমের বিরুদ্ধে সিকিমে ঢুকে এক মোর্চা সমর্থককে খুনের অভিযোগে মামলাও রুজু করে সিকিম পুলিশ!
এই পরিস্থিতিতে ফের সিকিম পুলিশকে চিঠি দিল সিআইডি।
একদিকে যখন গুরুংদের ধরতে মরিয়া সিআইডি, অন্যদিকে তখন দিল্লি দরবারে মোর্চা। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে মোর্চার প্রতিনিধি দল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement