Jitendra Tiwari: জিতেন্দ্রকে ফোন মমতার, দু'ঘণ্টার মধ্যেই শুভেন্দুর সঙ্গে বৈঠক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের
বুধবার বিকেল ৪টে নাগাদ জিতেন্দ্রকে ফোন করেন তৃণমূল নেত্রী, শুক্রবার কথা বলার জন্য তাঁকে কলকাতায় ডেকে পাঠান...
কলকাতা: শুক্রবার কলকাতায় বৈঠকে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিতেন্দ্রকে ফোন করেছেন বলে সূত্রের দাবি। যদিও, দলনেত্রীর ফোনের দু'ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসে জল্পনা বাড়িয়ে দিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক।
সোমবারই জিতেন্দ্র জানিয়েছিলেন, তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। বলেন, যা কথা বলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলব। আর কারোর সঙ্গে নয়।
জিতেন্দ্রর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, বুধবার বিকেল ৪টে নাগাদ জিতেন্দ্রকে ফোন করেন তৃণমূল নেত্রী। শুক্রবার কথা বলার জন্য তাঁকে কলকাতায় ডেকে পাঠান।
কিন্তু, এর কিছুক্ষণের মধ্যেই সবাইকে চমকে দিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছে দেন জিতেন্দ্র তিওয়ারি! সেখানে তখন শুভেন্দু অধিকারীও! যা ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। তাহলে কি আসানসোলের হেভিওয়েট নেতা জিতেন্দ্রও দলবদল করতে পারেন?
সম্প্রতি আসানসোলকে কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত করার জন্য তৃণমূল পরিচালিত সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে চাঞ্চল্য ফেলে দেন জিতেন্দ্র তিওয়ারি। বলেছিলেন, স্মার্ট সিটির টাকা দেয়নি রাজনৈতিক স্বার্থে ছাড়া কী বলব?
এর পরই ফিরহাদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। পুরমন্ত্রী বলেন, ও গ্যাস খেয়ে বলছে। বিজেপি ভুল বোঝাচ্ছে। দলের দরজা সবার জন্য খোলা আছে।
পাল্টা জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমি যদি বলি ও ইমরান খানের গ্যাস খেয়ে বলছে, তাহলে কী হবে? ফিরহাদ হাকিম ঠিক করবে কে দলে থাকবে, কে না।
এদিন পাল্টা সরকারি নথি পেশ করে পুরমন্ত্রী দাবি করেন, স্মার্ট সিটির তালিকায় আসানসোল ছিলই না। ফিরহাদ বলেন, নিউটাউন, বিধাননগর, দুর্গাপুর ও হলদিয়া - এই ৪টে ছিল, এর মধ্যে ২ কোটি করে বরাদ্দ হয়েছিল, বিজেপি শাসিত রাজ্যগুলির জন্য আরও বেশি। সুতরাং ও কোথা থেকে পেল জানি না, আমরা বলতে পারি রাজ্য সরকারের গ্রিন সিটি প্রকল্পে ওকে অনেক বেশি টাকা দিয়েছি, ও যা বলছে বলুক।
সব মিলিয়ে স্মার্ট সিটি প্রকল্প ঘিরে তৃণমূলের অন্দরেই এখন দ্বন্দ্ব তুঙ্গে। কে ঠিক, কে ভুল, সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনই এই প্রশ্নও উঠছে, শেষমেষ কি এই ইস্যুকে সামনে রেখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন জিতেন্দ্র তিওয়ারি? সময়ই উত্তর দেবে।