War of Posters: মমতার সভার আগে কোচবিহারে শুভেন্দুর সমর্থনে পোস্টার, হলদিয়ায় শুভেন্দুর সভাস্থলে আগে মমতা, অভিষেকের ছবি-ফ্লেক্স
পোস্টার-পাল্টা পোস্টারের লড়াইয়ে সরগরম বঙ্গ-রাজনীতি
কোচবিহার ও পূর্ব মেদিনীপুর: পোস্টারের পাল্টা পোস্টার। একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই শুভেন্দুর সমর্থনে একাধিক জায়গায় ব্যানার, ফ্লেক্স।
অন্যদিকে, হলদিয়ায় শুভেন্দুর অরাজনৈতিক সভা। সভাস্থলে ঢোকার মুখে মমতা ও অভিষেকের ছবি দেওয়া পোস্টার ও তৃণমূলের পতাকা।
আজ দুপুরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী। দলীয় বৈঠক ছাড়াও একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে আজ সকালে কোচবিহার শহরের সাগরদিঘি, কেশব রোড, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মমতার ছবির পাশেই শুভেন্দুর ছবি সহ ব্যানার, ফ্লেক্স দেখা যায়। কোথাও লেখা দাদার অনুগামী, আবার কোথাও বাংলার মুক্তি সূর্য।
এই প্রথম নয়। গত সপ্তাহেও মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিভিন্ন জায়গায় পড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার।
মুখ্যমন্ত্রীর কাটআউটের পাশেই রাতারাতি লাগানো হয় শুভেন্দুর সমর্থনে ব্যানার, পোস্টার। সেই পোস্টারে লেখা, মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই উত্তর থেকে দক্ষিণ--রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিধায়কের সমর্থনে "আমরা দাদার অনুগামী" লেখা পোস্টার-ফ্লেক্স পড়ে।
অন্যদিকে, আজ হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে স্বাধীনতা সংগ্রামী ও হলদিয়া বন্দরের জনক সতীশচন্দ্র সামন্তের ১২১-তম জন্মজয়ন্তী পালন কর্মসূচি। উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
তার আগে সভাস্থলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার দেখা যায়। এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠান ও মুখ্যমন্ত্রীর সভার আশপাশে শুভেন্দুর সমর্থনে দাদার অনুগামী লেখা পোস্টার দেখা গিয়েছে।