দিল্লিতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার নারী পাচার চক্রের চাঁই এক দম্পতি

দক্ষিণ ২৪ পরগনা: দিল্লির শাস্ত্রীনগর থেকে মথুরাপুর থানার পুলিশের জালে নারী পাচার চক্রের চাঁই এক দম্পতি। পুলিশের দাবি, অন্তত এক হাজার কিশোরী ও তরুণীকে বিভিন্ন রাজ্য পাচার করেছে এই দম্পতি। এক জনকে উদ্ধার করতে গিয়ে উদ্ধার হয়েছিল ৬ জন। সেই ৬ জনের সূত্র ধরে এবার পুলিশের জালে নারী পাচার চক্রের চাঁই। পুলিশের আশা, ধৃতদের কাছ থেকে পাওয়া সূত্র ধরে উদ্ধার করা যাবে পাচার হয়ে যাওয়া আরও কয়েকজন কিশোরী ও তরুণীকে। গত এপ্রিল মাসে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। তাকে উদ্ধার করতে গিয়ে গত জুলাই মাসে দিল্লিতে আরও ৫ তরুণীর খোঁজ পায় মথুরাপুর থানার পুলিশ। ৬ জনকেই উদ্ধার করা হয়। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া তরুণীদের কাছ থেকে পাওয়া যায় পাচার চক্রে চাঁই মুসলিমা ওরফে পিঙ্কি এবং তাঁর স্বামী রাধের নাম। পুলিস সুপার তথাগত বসু বলেন, পিঙ্কি মন্দিরবাজার থানার এলাকার মেয়ে। দিল্লিতে বসে চক্র চালাত। বিশেষ তদন্তকারী দল গঠন করে ফোন ট্যাপ করে তাদের ধরা হয়। দিল্লির শাস্ত্রীনগর থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ডায়মণ্ডহারবার জজ কোর্টে টিআই প্যারেড ও হেফাজতে চেয়ে আবেদন করেছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অন্তত এক হাজার কিশোরী ও তরুণীকে বিভিন্ন রাজ্য পাচার করেছে এই দম্পতি। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সিমকার্ড, মহিলাদের পরিচয়পত্র ও নগদ টাকা।






















