BGB Nabs Indian Fishing Trawler: বিজিবি-র হাতে গ্রেফতার ১৭ ভারতীয় মৎস্যজীবী, আটক ট্রলার
মাঝ সমুদ্রে সম্ভবত ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, পূর্ব দিকে স্রোত থাকায় ট্রলারটি বাংলাদেশের দিকে ভেসে যেতে থাকে
দক্ষিণ ২৪ পরগনা: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি (BGB)-র হাতে গ্রেফতার ১৭ জন ভারতীয় মত্স্যজীবী। আটক ভারতীয় ট্রলার। ট্রলারটি আদৌ প্রতিবেশী দেশের জলসীমায় ঢুকে গিয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।
মত্স্যজীবী সংগঠন সূত্রে খবর, "এফবি শিবানী" নামে ট্রলারটি রবিবার ১৭ জন মত্স্যজীবীকে নিয়ে কাকদ্বীপ থেকে রওনা দেয়। পরদিনই, অর্থাত্ সোমবার, ট্রলারটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ।
গ্রেফতার করা হয় ট্রলারে থাকা সকল ভারতীয় মত্স্যজীবীকে। তাঁদের তুলে দেওয়া হয় বাংলাদেশের মোংলা পোর্ট থানার পুলিশের হাতে।
মত্স্যজীবী সংগঠন সূত্রে খবর, মাঝ সমুদ্রে সম্ভবত, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ভারতীয় জলসীমানার মধ্যেই ট্রলারটি ভাসছিল। সেই সময় পূর্ব দিকে স্রোত থাকায় ট্রলারটি বাংলাদেশের দিকে ভেসে যেতে থাকে।
তারপরই ট্রলারটি আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এই ঘটনায় আতঙ্কিত মত্স্যজীবীদের পরিজনরা।
ভারতীয় মত্স্যজীবীদের দেশে ফেরাতে পদক্ষেপের জন্য ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন জানিয়েছে মত্স্যজীবী সংগঠনগুলি।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, ভারতীয় মত্স্যজীবীদের ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।