এক্সপ্লোর
Advertisement
বীরভূমে বিহারের মন্ত্রীর 'দাদাগিরি', বুকিংয়ের টাকা নিয়ে বচসা, তারাপীঠের হোটেলের কর্মীদের 'মার'
বীরভূম: বীরভূমে বিহারের মন্ত্রীর দাদাগিরি, হোটেলকর্মীদের মারধর, হুমকি। টাকা ফেরত নিয়ে বিবাদের জেরে বীরভূমের এক হোটেলে তাণ্ডব চালালেন বিহারের মন্ত্রী। সিসিটিভি ক্যামেরায় বন্দি গোটা ঘটনা।
তারাপীঠের এই হোটেলের কর্মীদের দাবি, বিহারের মন্ত্রী সুরেশকুমার শর্মা অনলাইনে হোটেলে ঘর বুক করেন। সোমবার বিকেলে দু’টি গাড়িতে চড়ে হোটেলে আসেন মন্ত্রী ও তাঁর সঙ্গীরা। বলেন,তাঁরা বুকিং বাতিল করেছেন। বুকিংয়ের টাকা নগদ ফেরত দিতে হবে। হোটেলকর্মীদের দাবি, তাঁরা জানান, টাকা অনলাইনেই ফেরত দেওয়া হবে।
অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিহারের মন্ত্রী সুরেশকুমার শর্মা এবং তাঁর অনুগামীরা। একজন লাঠি দিয়ে মারধর শুরু করেন রিসেপশনে থাকা কর্মীকে।
একজন খাতা দিয়ে মারতে শুরু করেন। বিহারের মন্ত্রীর দেহরক্ষী তো আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তেড়ে যান।
বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে হোটেল থেকে বেরিয়ে যান মন্ত্রী ও তাঁর অনুগামীরা। তবে যে দু’টি গাড়িতে চড়ে তাঁরা এসেছিলেন, সেগুলি হোটেলের বাইরেই পড়ে থাকে।
এরপর তারাপীঠেই অন্য একটি হোটেলে ওঠেন বিহারের মন্ত্রী সুরেশকুমার শর্মা। সিসিটিভি ক্যামেরায় তাঁদের দাদাগিরির ছবি ধরা পড়লেও মন্ত্রীর দাবি, হোটেল কর্মীরাই তাঁদের মারধর করেছেন।
ঘটনায় মন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ।পাল্টা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রীও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement