তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে গাছে ধাক্কা গাড়ির, মৃত্যু ২ জনের, আহত ৩
আজ সকালে বীরভূমের তারাপীঠ থেকে মা তারার পুজো দিয়ে একটি চারচাকা গাড়ীতে করে ঝাড়খণ্ডের বোকারো ফিরছিলেন তীর্থযাত্রীরা । সুঁড়িচুয়া গ্রামের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল ২ তীর্থযাত্রীর । ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির আরও ৩ জন যাত্রী। তারা হাসপাতালে ভর্তি। মৃতদের নাম অখিল সিংহ ( ২৮) ও বিকাশ গুপ্ত (২৫)। আজ সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার রামপুরহাট - দুমকা রাস্তার সুঁড়িচুয়া গ্রামের কাছে।
আজ সকালে বীরভূমের তারাপীঠ থেকে মা তারার পুজো দিয়ে একটি চারচাকা গাড়ীতে করে ঝাড়খণ্ডের বোকারো ফিরছিলেন তীর্থযাত্রীরা । সুঁড়িচুয়া গ্রামের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । সেটি ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় নামে এক যাত্রীর (অখিল সিংহ)। গুরুতর আহত হন চালক সহ বাকি ৪ জন যাত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে বিকাশ গুপ্তর। গাড়িচালক বীরবল কোনার ও চন্দন গুপ্ত ও নিখিল গুপ্ত, বাকি দুই আরোহী হাসপাতালে ভর্তি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী । দমকলবাহিনীর কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে । উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বন্ধ হয়েছিল তারাপীঠের দরজা। ১৫ মে থেকে ১৫ই জুন পর্যন্ত বন্ধ ছিল মন্দির। টানা একমাস বন্ধ থাকার ফের খুলেছে তারাপীঠ মন্দির। সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধপীঠে ঢোকার মুখে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বাধ্যতামূলক মাস্ক পরা। এর পাশাপাশি হাত স্যানিটাইজ করে ঢুকতে হচ্ছে মন্দিরে। এদিকে গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিললেও বিগ্রহকে যাতে কেউ স্পর্শ করতে না পারে, সেজন্য বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়া মোবাইল নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা বিধি মেনেই দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারাপীঠের সেবায়েত কমিটির সভাপতি।
এদিকে, প্রতি বছরই, রথের দিনটি তারাপীঠ মন্দিরে বিশেষভাবে উদযাপিত হয়। মা তারাকে রথে বসিয়ে, রশিতে টান দেন ভক্তরা। করোনা আবহে, গতবছর এই রীতিতে ছেদ পড়ে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবছরও তারাপীঠে হবে না রথের অনুষ্ঠান।