এক্সপ্লোর
জন্মদিনের দুদিন বাদে বিশ্বভারতীর পাঠভবনে ছাত্রীর রহস্যমৃত্যু

শান্তিনিকেতন: বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রীর রহস্যমৃত্যু। ভেতর থেকে বন্ধ থাকা ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী ছাত্রী। কী কারণে এই ঘটনায় তা নিয়ে ধোঁয়াশা। দুদিন আগেই বান্ধবীদের সঙ্গে পালন করেছে জন্মদিন, হইহুল্লোড় হয়েছে সবাই মিলে। তারপর কী এমন হল? কেন অকালে চলে গেল সেই ছাত্রী? এই সব প্রশ্ন ঘিরেই এবার চাঞ্চল্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। মৃতার নাম, রিমি দাস। বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্রী। বিশ্বভারতী সূত্রে খবর, নলহাটির বাসিন্দা রিমি যে হস্টেলে থাকত, সেখানে ১৩ তারিখ রাতে নিজের জন্মদিন পালন করে বান্ধবীদের নিয়ে। বেশ কিছুক্ষণ হইহুল্লোড় হয়। হস্টেল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার সকালে দেখা যায় রিমির ঝুলন্ত দেহ। পুলিশের দাবি, ছাত্রীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। খবর পেয়ে ছুটে আসেন ছাত্রীর বাবা-মা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা। কিন্তু কী কারণে আত্মহত্যা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















