ক্যান্সার রোগী চিকিৎসা নিয়েও রাজনীতি করেছে বিজেপি, হাসপাতালে দাঁড়িয়ে অভিযোগ বীরবাহা হাঁসদার
বীরবাহা হাঁসদা বলছেন, 'ভোটের আগে ফেসবুকে ছবি দিয়েছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন, দায় এড়াচ্ছেন, রোগী টাকা পেল না, অথচ ছবি তুলল।
কলকাতা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা চিকিৎসার জন্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে রাজনীতি করেছেন কুনার হেমব্রম। বৃহস্পতিবার এমনই অভিযোগ আনলেন বীরবাহা হাঁসদা।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা খ্যাতনামা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল ডক্টর্স ডে। কিন্তু এমন একটা দিনেই, এক ক্যান্সার আক্রান্তের চিকিৎসার দায়ভার নিয়ে রাজনৈতিক আকচাআকচির সাক্ষী থাকল এ রাজ্য।
লালগড়ের সিজুয়া গ্রামের বাসিন্দা, ১৭ বছরের এই মাধ্যমিক পরীক্ষার্থীর ডান পায়ে বাসা বেঁধেছে ক্যান্সার। এ দিন তাঁকে হাজরার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে আসেন খোদ মন্ত্রী তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। হাসপাতালে দাঁড়িয়েই, ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের বিরুদ্ধে রোগীর পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী।
বীরবাহা হাঁসদা বলছেন, 'ভোটের আগে ফেসবুকে ছবি দিয়েছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন, দায় এড়াচ্ছেন, রোগী টাকা পেল না, অথচ ছবি তুলল। এর আগে চিকিৎসা করাতে নাবালককে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে বিপুল খরচ মেটাতে, বিজেপি সাংসদ কুনার হেমব্রমের দ্বারস্থ হয়েছিলেন রোগীর পরিবার।
এই চিঠি দেখিয়ে বীরবাহা হাঁসদা দাবি করছেন, বিধানসভা ভোট চলাকালীন গত ২৩ এপ্রিল, রোগীর পরিবারকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা পাইয়ে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সচিবকে চিঠি লেখেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
১৭ বছরের সুশান্ত বেজকে ভর্তি করানো হয় আজ। পায়ে ক্যানসার আক্রান্ত। হাসপাতালে দাঁড়িয়ে মন্ত্রীর অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে সাহায্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছবি তুলে প্রচার করেছিলেন বিজেপি সাংসদ। অথচ, টাকা না পেয়ে, বেঙ্গালুরু থেকে ফিরে আসতে হয়েছিল।
রোগীর আত্মীয়রাও অভিযোগ করছেন, টাকা দেওয়ার প্রতিশ্রুতি ভুয়ো ছিল। রোগীর আত্মীয় পলাশ প্রতিহার জানাচ্ছেন, বিজেপি সংসদ ৪ মাস আগে ৫ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৮ থেকে ১২ দিনের মধ্যে হাসপাতালে টাকা চলে যাবে বলেছিল, টাকা তো আসেনি, উল্টে জমি বিক্রি করে, ধার করে রোগীকে ফিরিয়ে আনতে হয়েছিল।
বীরবাহা হাঁসদা একটি চিঠি দেখিয়ে দাবি করছেন, লেটারহেডে ৫ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হবে। আজ ডক্টরস ডে। একটি ১৭ বছরের ছেলের চিকিৎসা নিয়েও রাজনীতি আকচাআকচি। রাজ্যের মন্ত্রী এনে কলকাতায় ভর্তি করিয়েছেন। আকচাআকচির মধ্যে বাড়ির লোক চাইছে দ্রুত সুস্থ হয়ে উঠুক ১৭ বছরের ছেলেটি।