এক্সপ্লোর

Nadda In Bengal: ডায়মন্ড হারবারের পথে শিরাকোলে হামলা নাড্ডার কনভয়ে, ভাঙল পুলিশের গাড়ির কাচ, আক্রান্ত এবিপি আনন্দ

গাড়ির ওপর পড়ছে মুহূর্মুহূ ইট, কাচ ভাঙল এবিপি আনন্দর গাড়ির

দক্ষিণ ২৪ পরগনা: আজ অভিষেকের কেন্দ্র ডায়মন্ডহারবারে নাড্ডা। সেখানে আমতলা থেকে শিরাকোল-- অবরোধ তৃণমূলের, দফায় দফায় আটকাল কনভয়। শিরাকোল মোড় ছাড়তেই মুহূর্মুহূ ইটবৃষ্টি। ভাঙল পুলিশের গাড়ির কাচ। কাচ ভাঙল এবিপি আনন্দর গাড়িরও।

বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। ডায়মন্ড হারবার যাওয়ার পথে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।

আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়।  উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে।

উড়ন্ত বোতলের ঘায়ে দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে আহত এক নিরাপত্তাকর্মী। ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আজ সকালে শিরাকোলে তৃণমূলের অবরোধে আটকে পড়ে নাড্ডার কনভয়।

কনভয়ের বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির।  কয়েকটি গাড়ির কাচ ভাঙে।  সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও।  বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে।  অভিযোগ, রাকেশ সিংয়ের দলবলের ওপর হামলা হয়।

শিরাকোল পথ অবরোধ করেছিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল। নাড্ডার যাত্রাপথে মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে তৃণমূল যুব সভাপতি সওকত মোল্লা। এছাড়া, কুলপির হটুগঞ্জে কৃষি আইনের প্রতিবাদে তৃণমূলের অবরোধ। সরিষা মোড়ের কাছে মিনিবাস ভাঙচুর করা হয়।

দিলীপ ঘোষ সকালেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ডায়মন্ড হারবারের পথে সম্ভবত রাস্তা অবরোধ, বিক্ষোভ প্রদর্শন করে নাড্ডার যাত্রাপথ আটকাতে চাইবে তৃণমূল।

এর আগে এদিন সকালে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন বিজেপির ডায়মন্ড হারবার টাউন সভাপতি সুরজিত্‍ হালদার সহ ২ জন।

ডায়মন্ড হারবারে আজ 'আর নয় অন্যায়'-এর প্রচারাভিযান রয়েছে নাড্ডার। সেই উপলক্ষে কয়েকজন বিজেপি কর্মী আজ সকালে নতুন পোল এলাকায় দলীয় পতাকা লাগাতে গিয়েছিলেন।

অভিযোগ, সেই সময় তাঁদের ওপর হামলা করে তৃণমূল কর্মীরা। ঘটনায় আহতদের ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এই হামলার প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ড হারবারকে ওরা (তৃণমূল) শেষ কেল্লা বলে মনে করছে। এমন ভাব করছে যেন, বিজেপি ঢুকলে সরকার পড়ে যাবে। তাই সর্বশক্তি দিয়ে দুষ্কৃতী ও সমাজবিরোধীদের একত্রিত করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এরাজ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।

দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, সারা বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। সরকার একটা নামেই আছে। একদলীয় সরকার। এর আগে, গতকালও নাড্ডাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন চলে। গতকাল হেস্টিংসে দলের নতুন কার্যালয়ের উদ্বোধন করতে এসেছিলেন নাড্ডা।

বছর ঘুরলেই বঙ্গ বিধানসভা হাইভোল্টেজ নির্বাচন। একুশের নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে দুদিনের সফরে গতকালই কলকাতায় আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।

সেখানে উপস্থিত হতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় নাড্ডাকে। বিক্ষোভকারীরা নাড্ডার সামনে কালো পতাকা হাতে নিয়ে কেন্দ্রের কৃষি-নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি এসে দাঁড়ায় হেস্টিংসের আগরওয়াল হাউসে, বিজেপির পার্টি অফিসের সামনে। নাড্ডা গাড়ি থেকে নামতে না নামতেই, সেখানে চলে আসে জনা পঞ্চাশেক বিক্ষোভকারী! হাতে কালো পতাকা। মুখে গো ব্যাক স্লোগান।

সূত্রের খবর, মুরলীধর সেন লেন নয়, ’২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির কন্ট্রোল রুম হতে চলছে হেস্টিংসের পার্টি অফিস। এখানেই বসেই ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন বঙ্গ বিজেপির কাণ্ডারিরা!

সেই সময় ঘটনাস্থলে গুটি কয়েক পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা।

কারও হাতে বাঁশ। কারও হাতে চ্যালাকাঠ। যুযুধান দু’পক্ষকে সামলাতে পুলিশের তখন হিমশিম অবস্থা। এই সময় বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংও আরও কিছু কর্মী-সমর্থককে নিয়ে সেখানে হাজির হন। পরিস্থিতি আরও তেতে ওঠে।

তুমুল বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। হাতাহাতি শুরু হওয়ার উপক্রম। কোনওমতে সংঘর্ষ এড়াতে সক্ষম হন পুলিশ কর্মীরা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে পারস্পরিক দোষারোপের পালা।

বিজেপির অভিযোগ, নাড্ডাকে ঘিরে পরিকল্পিত বিক্ষোভের পিছনে মদত আছে তৃণমূলের। পাল্টা দাবি, কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিরোধিতার সুর নাড্ডার কানে তোলার জন্যই বিক্ষোভ প্রদর্শন।

এই প্রেক্ষিতে বৃহস্পতিবার জে পি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি লিখল রাজ্য বিজেপি। অমিত শাহকে লেখা চিঠিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তায় ছিল গাফিলতি। লাঠি-বাঁশ নিয়ে ২০০ জন দুষ্কৃতী এসেছিল হেস্টিংসের কার্যালয়ে। পুলিশ দুষ্কৃতীদের আটকায়নি।’

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
Chinmoy Krishna Das Arrest : 'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
Chinmay Krishna Das: সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
Chinmay Krishna Das : বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
Advertisement
ABP Premium

ভিডিও

bangladesh News: গ্রেফতার ইসকনের সন্ন্যাসী, উত্তাল চট্টগ্রাম, শাহবাগ। কী পদক্ষেপ ভারতের?Bangladesh News: গ্রেফতার ইসকনের সন্ন্যাসী, তুমুল বিক্ষোভ। আড়াই ঘন্টা ধরে প্রিজন ভ্যানে চিন্ময়কৃষ্ণbangladesh News: বাংলাদেশে গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদেরBangladesh: 'ভারত উদ্বেগ প্রকাশ করছে', হিন্দু সন্ন্যাসী গ্রেফতার হতেই কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
Chinmoy Krishna Das Arrest : 'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
Chinmay Krishna Das: সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
Chinmay Krishna Das : বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
Chinmay Krishna Das : জামিন পেলেন না বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী,  রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের বিচারবিভাগীয় হেফাজত
জামিন পেলেন না বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের বিচারবিভাগীয় হেফাজত
Bangladesh Monk Arrest: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুরোহিতের! পাকিস্তানের সঙ্গে তুলনা
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুরোহিতের! পাকিস্তানের সঙ্গে তুলনা
Chinmoy Krishna Das Prabhu : চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও 'আক্রমণ অতর্কিতে'
চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও আক্রমণ অতর্কিতে
Krishna Das Prabhu Arrested: 'ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ হিন্দু সন্ন্যাসীকে', বিদেশমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আর্জি শুভেন্দুর; কী লিখলেন তসলিমা ?
'ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ হিন্দু সন্ন্যাসীকে', বিদেশমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আর্জি শুভেন্দুর; কী লিখলেন তসলিমা ?
Embed widget