Nadda Convoy Attack: "রাজনৈতিক পুলিশের সমর্থনে শাসক দলের হার্মাদরা কনভয়ে হামলা চালাল", ট্যুইট ধনকড়ের
পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ, পাল্টা ট্যুইট রাজ্য পুলিশের
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির যে সব রিপোর্ট আসছে তাতে উদ্বিগ্ন। রিপোর্টে ইঙ্গিত, রাজনৈতিক পুলিশের সমর্থনে শাসক দলের হার্মাদরা হামলা করেছে বিজেপি সভাপতির কনভয়ে। রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে সকালে আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কার কথা জানানো সত্ত্বেও এটা ঘটল।
Concerned at alarming reports of anarchy and lawlessness @MamataOfficial indicating ruling party harmads on rampage at BJP President Convoy and political police @WBPolice in support.
This happening inspite of my alerts to CS & DGP early morning indicated collapse of law & order — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
To CS @MamataOfficial at 8.19 am to CS As discussed-Time for SP Diamond Harbour to act a public servant.
At 8.30 am response from CS Respected Sir, alerted and sensitized DGP accordingly. Regards. Events indicate total abdication of lawful authority. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
বিজেপির বিরুদ্ধে পাল্টা প্ররোচনা দিয়ে অশান্তি পাকানোর অভিযোগ করেছে তৃণমূল। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, পরিকল্পনামাফিক প্ররোচনা বিজেপির। বিজেপির কেউ গাড়ি ভাঙলে অবাক হব না। আমাদের কেউ ভেঙে থাকলে আইনমাফিক ব্যবস্থা নেব। রিপোর্ট কার্ড পেশের অনুষ্ঠান বানচাল করার জন্য গন্ডগোল পাকানো হয়েছে।
রাজ্য বিজেপি সভাপতি বলেন, দেশের সবচেয়ে বড় পার্টির সভাপতিকে আসতে দেওয়া হচ্ছে না। এতবড় ঢিল মারা হয়েছে। বিহার, উত্তরপ্রদেশের জঙ্গলরাজ শেষ করেছি। বাংলার জঙ্গলরাজ আপনারা শেষ করবেন। কৈলাস, মুকুল, অনুপম, রাহুল, সৌরভ সবার চোট লেগেছে। এভাবে আমাদের ভাঙতে পারবে না। কিন্তু আমরা ২১ সালে এই সরকার আমরা ভেঙে ফেলব।
Indicated to CS @MamataOfficial at 9.05 am. “Am sure they have immunity and protection of political police with administration extension of political outfit. As constitutional head I share my shame with you as it is on account of your acts of omission and commission.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
Both CS @MamataOfficial and DGP @WBPolice have been directed to fully update me when they call on me today at 6 PM regarding attack on convoy of BJP President Shri JP Nadda resulting in injuries to many and damage to vehicles. All this after I had flagged concern to them.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
অন্যদিকে, এদিনের ঘটনায় রাজ্য পুলিশের তরফে ট্যুইট করে বলা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সুরক্ষিতভাবেই ডায়মন্ড হারবারে পৌঁছেছেন । তাঁর কনভয়ে কিছুই হয়নি। ফলতার দেবীপুরে কিছু দুষ্কৃতী হঠাৎ পাথর ছোড়ে কনভয়ের একেবারে শেষের দিকের গাড়িতে। প্রত্যেকেই সুরক্ষিত আছেন, পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ। ঠিক কী ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে।
Shri JP Nadda, National President, BJP reached safely at the venue, Diamond Harbour, South 24 Pgs. Nothing happened to his convoy. Few bystanders at Debipur, Falta PS, Diamond Harbour PD, sporadically and suddenly threw stones towards vehicles trailing long behind his convoy. 1/2 Everyone is safe and situation is peaceful. Matter is being investigated to find out actual happenings. 2/2
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে সভা ছিল নাড্ডার। সেখানে পৌঁছনোর আগে হামলার মুখে পড়ে কনভয়ের একাধিক গাড়ি। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে।
ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে। বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে। অভিযোগ, রাকেশ সিংয়ের দলবলের ওপর হামলা হয়। শেষমেষ সভাস্থলে পৌঁছে কাটমানি থেকে দুর্নীতি, চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান নাড্ডা।
তিনি বলেন, যখন জঙ্গলরাজ বলছি, এমনি এমনিই বলছি না। দেখুল কৈলাস, মুকুল, রাহুল সিনহা, এদের গাড়িগুলো দেখুন। আমি সুরক্ষিত কারণ আমার গাড়ি বুলেটপ্রুফ। একটাও এমন গাড়ি ছিল না যার ওপরে হামলা হয়নি। প্রশাসন বলে এখানে কিছু নেই। ভেঙে পড়েছে। পুলিশকে কোথাও দেখা যাচ্ছে না। সেন্ট্রাল ফোর্স না হলে বাংলায় কোথাও যাওয়াই যায় না। এখানে পদ্ম ফোটাবই। বিরোধীদের পিষে দেওয়ার মানসিকতাকে পিষে দিতে চাই।